IPL 2024

শনিবারই কলকাতায় শ্রেয়স? আইপিএলের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে নাইট অধিনায়ককে?

শুক্রবারই রিঙ্কু সিংহদের অনুশীলন করতে দেখা গেল। কিন্তু এখনও আসেননি অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি যোগ দেবেন দলে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১০:৪২
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন শুরু হয়ে গিয়েছে ইডেনে। শুক্রবারই রিঙ্কু সিংহদের অনুশীলন করতে দেখা গেল। কিন্তু এখনও আসেননি অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি শনিবার দলে যোগ দিতে পারেন। মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে ব্যস্ত ছিলেন শ্রেয়স।

Advertisement

বৃহস্পতিবার কলকাতায় আসেন নাইটরা। শ্রেয়স বাদে সমস্ত ভারতীয় ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। এসে গিয়েছেন ইংরেজ উইকেটরক্ষক ফিল সল্টও। শুক্রবার চার ঘণ্টা অনুশীলনও রাখা হয়েছিল তাঁদের। বৃষ্টির জন্য যদিও অনুশীলন বিঘ্নিত হয়। শনিবারও অনুশীলন রয়েছে নাইটদের। এ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নাইট শিবির সূত্রে খবর, শনিবার দলে যোগ দিতে পারেন শ্রেয়স। প্রথম ম্যাচ থেকে তাঁর খেলতেও অসুবিধা হওয়ার কথা নয়। তবে শ্রেয়সের চোট নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা রয়েছে।

রঞ্জি ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেছিলেন শ্রেয়স। এর পর তাঁকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি। চতুর্থ এবং পঞ্চম দিনে মাঠেই নামেননি শ্রেয়স। তখনই তাঁর চোট নিয়ে জল্পনা শুরু হয়। আইপিএলে প্রথম ম্যাচ থেকেই তাঁকে পাওয়া যাবে কি না সেটা নিয়েও প্রশ্ন ওঠে। তবে স্বস্তির কথা শুনিয়েছিলেন মুম্বই দলের ম্যানেজার ভূষণ পাটিল। রঞ্জি ফাইনাল শেষে তিনি বলেছিলেন, “শ্রেয়সকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দু’দিনের মধ্যেই ও কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দেবে।” ভূষণের সেই দাবি মেনে নিয়েছিল কেকেআরও। তবে শ্রেয়স কিছু জানাননি।

Advertisement

আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। কেকেআর শিবির আত্মবিশ্বাসী, সেই ম্যাচে খেলতে দেখা যাবে শ্রেয়সকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement