Kapil Dev

Kapil Dev: ৫০০ উইকেট পাবেন অশ্বিন, কোন প্রাক্তন বোলার এমন বিশ্বাস করছেন

৬৩ বছরের কপিল মনে করেন ৫০০ উইকেট পাবেন অশ্বিন। তিনি বলেন, “অশ্বিন দুর্দান্ত ক্রিকেটার। খুব বুদ্ধিমান স্পিনার ও। অশ্বিনের এখন উচিত ৫০০ উইকেট নেওয়ার লক্ষ্য স্থির করা। আমি বিশ্বাস করি ও এই চেষ্টা করবে এবং ৫০০ উইকেট নেবে। তার থেকে বেশিই নেবে।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:০৮
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার অশ্বিন পেয়ে গেলেন কপিলের প্রশংসা। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন ৫০০ টেস্ট উইকেট পেতে পারেন অশ্বিন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, “দুর্দান্ত সাফল্য। তাও আবার এমন এক জন এই মাইলফলক ছুঁল যে সাম্প্রতিক অতীতে খুব বেশি খেলার সুযোগ পায়নি। সেই সুযোগগুলো পেলে আরও আগে ৪৩৪ উইকেট টপকে যেতে পারত ও। আমি অশ্বিনের জন্য খুশি। আমি কেন দ্বিতীয় স্থান ধরে রাখব? আমার সময় এখন অতীত।”

Advertisement

৬৩ বছরের কপিল মনে করেন ৫০০ উইকেট পাবেন অশ্বিন। তিনি বলেন, “অশ্বিন দুর্দান্ত ক্রিকেটার। খুব বুদ্ধিমান স্পিনার ও। অশ্বিনের এখন উচিত ৫০০ উইকেট নেওয়ার লক্ষ্য স্থির করা। আমি বিশ্বাস করি ও এই চেষ্টা করবে এবং ৫০০ উইকেট নেবে। তার থেকে বেশিই নেবে।”

কপিলের উইকেট সংখ্যা টপকে যাওয়ার পর অশ্বিন ইনস্টাগ্রামে লেখেন, ‘২৮ বছর আগে কপিল দেবের রেকর্ড সংখ্যক উইকেট নেওয়ার আনন্দে মেতে উঠেছিলাম। সেই সময় ভাবতেই পারিনি যে আমি এক জন অফ স্পিনার হব। দেশের হয়ে খেলব এবং সেই উইকেট সংখ্যা টপকে যাব। ক্রিকেট আমাকে যা যা দিয়েছে তার জন্য আমি ধন্য।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement