Shakib Al Hasan

Shakib Al Hassan: দেশের প্রতি দায়বদ্ধ নন শাকিব, অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের

দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে টেস্ট এবং এক দিনের সিরিজের জন্য যে দল নির্বাচন করা হয়েছিল, সেখানে নাম ছিল শাকিবের। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৪ রান এবং সাতটি উইকেট নিয়েছেন শাকিব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১১:১২
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান প্রশ্ন তুললেন শাকিব আল হাসানের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে। খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে রাজি নন শাকিব আল হাসান। সোমবার সেই কথা জানাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসানের রোষের মুখে পড়লেন তিনি।

শাকিব জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিতে চান। সেই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন না তিনি। নাজমুল প্রশ্ন তোলেন, আইপিএল-এ নিজের নাম নথিভুক্ত করালে দেশের হয়ে কেন খেলবেন না শাকিব। এক সংবাদমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, “শাকিবের যদি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভাল না হয়, তা হলে আইপিএল-এ নাম নথিভুক্ত কেন করাল সেই নিয়ে ভাবা উচিত। যদি আইপিএল-এ দল পেত তা হলে একই কথা বলত? শাকিব যদি বাংলাদেশের হয়ে খেলতে না চায় তা হলে আমাদের কিছু করার নেই।”

Advertisement

নাজমুল আরও বলেন, “শাকিব বলে যেতে পারে না, এই ম্যাচ খেলব, ওই ম্যাচ খেলব না। আমরা যাদের ভালবাসি, তাদের প্রতি সব সময়ই নমনীয় থাকি। কিন্তু তাদেরও পেশাদার হতে হবে। না হলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেটা পছন্দ নাও হতে পারে।”

দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে টেস্ট এবং এক দিনের সিরিজের জন্য যে দল নির্বাচন করা হয়েছিল, সেখানে নাম ছিল শাকিবের। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৪ রান এবং সাতটি উইকেট নিয়েছেন শাকিব।

Advertisement

নাজমুল বলেন, “আমি সকলকে বলেছি, যদি কেউ খেলতে না চায় তা হলে আগে থেকে জানাতে হবে। কিন্তু এ রকম করা উচিত নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement