লর্ডসে নজির রুটের ছবি: টুইটার
লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করলেন জো রুট। যুগ্ম কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে টেস্টে ১০ হাজার রানের মালিক হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। ৩১ বছর ৫ মাস ৫ দিন বয়সে এই কীর্তি করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। ৩১ বছর ১০ মাস ২০ দিন বয়সে টেস্টে ১০ হাজার রান করেছিলেন সচিন।
কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে টেস্টে ১০ হাজার রানের তালিকায় রুট ছুঁয়েছেন ইংল্যান্ডের আর এক প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুককে। তিনিও ৩১ বছর ৫ মাস ৫ দিন বয়সে ১০ হাজার রান করেছিলেন। কুক ও রুট ছাড়া ইংল্যান্ডের আর কোনও ক্রিকেটার টেস্টে ১০ হাজার রান করতে পারেননি।
১১৮ টেস্টে ১০,০১৫ রান করেছেন রুট। গড় ৪৯.৫৭। ২৬টি শতরান ও ৫৩টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ ২৫৪। রুটের ২৬তম শতরান এসেছে লর্ডসে। একার কাঁধে ইংল্যান্ডকে জিতিয়েছেন তিনি। আরও এক বার প্রমাণ করে দিয়েছেন, এই সময় ইংল্যান্ডের সেরা ব্যাটার তিনি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।