যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
অধিনায়ক হয়ে ভারতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব দেবেন তিনি। সোমবার আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকেরা। দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ, বাংলার মুকেশ কুমার এবং শাহবাজ় আহমেদ।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাস খানেক আগেই পুরোদমে অনুশীলন শুরু করেছিলেন বুমরা। অনুশীলন ম্যাচ খেলতেও শুরু করেছেন। তবে তিনি কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরাসরি কিছু বলা হচ্ছিল না। যদিও বোর্ডের একটি সূত্র জানাচ্ছিল, সব ঠিক থাকলে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরতে পারেন তিনি। সেই মতোই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেলেন তিনি। শুধু জায়গাই পেলেন না। জাতীয় দলে বুমরা ফিরলেন এক দম অধিনায়ক হয়ে। সহ-অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে ১৫ সদস্যের দল।
সোমবার আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারতীয় দল। ম্যাচগুলি হবে ১৮, ২০ এবং ২৩ অগস্ট।
ঘোষিত ভারতীয় দল: যশপ্রীত বুমরা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, আরশদীপ সিংহ, মুকেশ কুমার এবং আবেশ খান।