India vs England

দুই ক্রিকেটারকে নিয়েই যত ব্যথা রোহিতের! কী হয়েছে ভারতীয় শিবিরে?

কোহলি, শামিরা না থাকলেও আত্মবিশ্বাসী রোহিত। ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ মেনে নিলেও বাড়তি গুরুত্ব দিতে নারাজ ভারতীয় দলের অধিনায়ক। তবে প্রথম একাদশ নির্বাচন নিয়ে কিছুটা চিন্তায় তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১৯:৩৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বিরাট কোহলি প্রথম দু’টি টেস্টে খেলবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ়েই সম্ভবত খেলবেন না মহম্মদ শামি। তাই হায়দরাবাদে প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানী ভারতীয় শিবির। বুধবার অধিনায়ক রোহিত শর্মার কথায় মিলেছে সেই ইঙ্গিত। দুই সতীর্থকে নিয়ে তাঁর যত মাথা ব্যথা।

Advertisement

হায়দরাবাদে তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার খেলা নিশ্চিত। অক্ষর পটেল এবং কুলদীপ যাদবের মধ্যে এক জন সুযোগ পাবেন প্রথম একাদশে। রোহিত মেনে নিয়েছেন, দু’জনের মধ্যে থেকে এক জনকে বেছে নেওয়া কঠিন। তিনি বলেছেন, ‘‘পিচে বাউন্স থাকুক বা না থাকুক এখানকার পরিবেশে কুলদীপ সব সময় কার্যকর হতে পারে। কারণ ওর বলে বৈচিত্র প্রচুর। কয়েক বছর আগের তুলনায় কুলদীপ এখন অনেক পরিণত বোলার।’’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘আর একটা বিষয় আছে। ভারতের মাটিতে খুব বেশি টেস্ট খেলেনি কুলদীপ। অশ্বিন আর জাডেজার জন্য কম সুযোগ পেয়েছে। এটা এক সময় আমাদের মিডল অর্ডার ব্যাটারদের ক্ষেত্রেও হত। বেশি সুযোগ পেত না ওরা। এটাই বাস্তব। অস্বীকার করার কোনও জায়গা নেই। তবে এটা বলতে পারি, কুলদীপ খুব লোভনীয় বিকল্প।’’

তা হলে কি প্রথম টেস্টে অক্ষরের খেলার সম্ভাবনাই বেশি? সরাসরি উত্তর দেননি রোহিত। তিনি বলেছেন, ‘‘অক্ষরও থাকতে পারে দলে। সকলেই জানে ও ভাল অলরাউন্ডার। অক্ষর থাকলে আমাদের ব্যাটিং গভীরতা বৃদ্ধি পাবে। ভারতীয় পরিবেশে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ভাবে সাফল্যও পেয়েছে। এই ব্যাপারটাও আমাদের জন্য আকর্ষণীয়। দু’জনের মধ্যে এক জনকে বেছে নেওয়া বেশ মাথা ব্যথার। সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। এক জন তো থাকবেই দলে। সেটা কে, আগাম বলতে চাইছি না।’’

Advertisement

টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক থেকে ১০ উইকেট দূরে রয়েছেন অশ্বিন। সিরিজ়ের সব ম্যাচ খেললে ১০০টি টেস্ট খেলার কীর্তিও গড়বেন তিনি। দলের অভিজ্ঞ স্পিনারকে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত রোহিত। তিনি বলেছেন, ‘‘অশ্বিনকে নিয়ে আর কী বলব। ও কেমন ক্রিকেটার সবাই জানে। সব সময় দলের জন্য খেলে। যে কোনও পরিস্থিতিতে সেরা ক্রিকেট খেলার চেষ্টা করে। সুযোগ পেলেই দলের জন্য কিছু একটা করে দেখানোর চেষ্টা করে। আমার মনে হচ্ছে, এই সিরিজ়েও বাড়তি কিছু করবে। আমরা ওর সেরাটাই দেখতে পাব।’’

কোহলি, শামির মতো ক্রিকেটার না থাকাকে চাপ হিসাবে দেখতে নারাজ রোহিত। সতীর্থদের নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দলের অধিনায়ক। রোহিতের দাবি, তাঁরা এখন আগের থেকে অনেক ভাল চাপ সামলাতে পারেন। দলের সবাই জানে কার কী দায়িত্ব। তাই বেন স্টোকসের দলকে গুরুত্ব দিলেও তিনি আত্মবিশ্বাসী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement