ICC ODI World Cup 2023 Final

ড্রেসিংরুমে বিমর্ষ কোহলি, হাত দিয়ে মুখ ঢাকলেন, একের পর এক উইকেটের পতনে বিরাট চোখে জল?

বিরাট কোহলি অর্ধশতরান করার পরেই আউট হয়ে গিয়েছেন। রোহিত শর্মা তিন রানের জন্যে অর্ধশতরান করতে পারেননি। ম্যাচের পর সাজঘরে দুই ক্রিকেটারেরই হতাশ মুখ ধরা পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:৪৪
Share:

সাজঘরে কোহলির সেই ছবি। ছবি: টুইটার।

বিশ্বকাপের ফাইনালে এসে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছে ভারত। অস্ট্রেলিয়ার বোলারের দাপটে ভারতের কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। বিরাট কোহলি অর্ধশতরান করার পরেই আউট হয়ে গিয়েছেন। রোহিত শর্মা তিন রানের জন্যে অর্ধশতরান করতে পারেননি। ম্যাচের পর সাজঘরে দুই ক্রিকেটারেরই হতাশ মুখ ধরা পড়েছে। অনেকের দাবি, কোহলি নাকি সাজঘরে কেঁদেছেন।

Advertisement

অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে ভারতের শুরুটা খুবই ভাল হয়। পরিকল্পনামতোই আগ্রাসী শুরু করেন রোহিত। অস্ট্রেলিয়ার বোলারদের তুলে তুলে মারতে থাকেন তিনি। কিন্তু উল্টো দিকে শুভমন গিল মাত্র চার রানে ফিরে যান। কোহলি নেমেও স্বস্তিতে থাকতে পারেননি। রোহিত মারতে মারতে একটি খারাপ শট খেলে ৪৭ রানে আউট হয়ে যান। কভারে তাঁর দুর্দান্ত ক্যাচ ধরেন ট্রেভিস হেড। আউট হয়ে হতাশ হয়ে পড়েন ভারতের অধিনায়ক। কোনও ভাবেই তিনি এই আউট মেনে নিতে পারেননি।

কোহলি এবং রাহুল পরের দিকে নেমে ধীরেসুস্থে খেলতে থাকেন। কোনও রকম ঝুঁকির রাস্তায় হাঁটেননি তাঁরা। একটা সময়ে দীর্ঘ ক্ষণ ভারতের কোনও বাউন্ডারি হয়নি। খুচরো রান নিতে নিতেই অর্ধশতরান করে ফেলেন কোহলি। এর পরেই প্যাট কামিন্সের একটি শর্ট বল আটকাতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটের ঠিক জায়গায় লাগেনি। বল পিচে পড়ে উইকেট ভেঙে দেয়। আউট হওয়ার পরে বেশ কিছু ক্ষণ ক্রিজে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন বিরাট। ভাবতেই পারেননি এ ভাবে আউট হতে পারেন। অবশেষে কোনও মতে শরীরটাকে টেনে টেনে সাজঘরে নিয়ে যান।

Advertisement

তার পরেই সাজঘরের একাধিক ছবি সমাজমাধ্যমে ভেসে ওঠে। সেখানে হতাশায় রোহিতকে কপালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। কোহলির চোখটাও ছলোছলো ছিল। তবে কাঁদছেন কি না, স্পষ্ট বোঝা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement