কোন দলের হাতে পড়ে রইল কত টাকা? ছবি: টুইটার থেকে
ঘটানবহুল আইপিএল নিলাম। শনিবার নিলামের মাঝপথেই সংজ্ঞা হারান সঞ্চালক হিউ এডমিডেস। তিনি অসুস্থ হয়ে যাওয়ায় তাঁর বদলে সঞ্চালনা করেন চারু শর্মা। নিলামে ঈশান কিশনের দর উঠল ১৫ কোটি ২৫ লক্ষ। দিনের শেষে কোন দলের হাতে পড়ে রইল কত টাকা?
সব থেকে বেশি টাকা রয়েছে পঞ্জাবের হাতে। তাদের হাতে এখনও ২৮ কোটি ৬৫ লক্ষ টাকা। প্রায় সব টাকা করে ফেলল লখনউ। তাদের হাতে মাত্র ৬ কোটি ৯০ লক্ষ টাকা। নীতা অম্বানির দলের হাতে ২৭ কোটি ৮৫ লক্ষ টাকা। চেন্নাই এবং হায়দরাবাদের হাতে এখনও ২০ কোটির বেশি টাকা রয়েছে।
নতুন দল গুজরাতের হাতে রয়েছে ১৮ কোটি ৮৫ লক্ষ টাকা। দিল্লির হাতে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা। কলকাতার হাতে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা। রাজস্থানের হাতে এখনও ১২ কোটির বেশি টাকা রয়েছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বিরাট কোহলীর ব্যঙ্গালোরের হাতে রয়েছে ৯ কোটি ২৫ লক্ষ টাকা। প্রতিটা দল মোট ২৫ জন ক্রিকেটারকে নিতে পারবে। রবিবারের নিলামে নজর থাকবে কোন দল কাকে তুলে নিয়ে নিজেদের ঘর গুছিয়ে নেয়।