Ishan Kishan

IPL Auction 2022: আইপিএল নিলামে টাকার খেলায় বাজিমাৎ করলেন কারা

প্রথম দিনের শেষে ১০ কোটি বা তার বেশি দাম পেয়েছেন মোট ১০ জন ক্রিকেটার। সব থেকে বেশি দাম পেয়েছেন ঈশান কিশন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৪
Share:

ঈশান কিশন সব থেকে দামী।

রবিবার আইপিএল-এর মেগা নিলামের প্রথম দিনে অনেক ক্রিকেটারকেই রাতারাতি বড়লোক হতে দেখা গেল। প্রথম দিনের শেষে ১০ কোটি বা তার বেশি দাম পেয়েছেন মোট ১০ জন ক্রিকেটার। সব থেকে বেশি দাম পেয়েছেন ঈশান কিশন। তাঁকে নিয়ে ব্যপক লড়াই করে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত ১৫.২৫ কোটি টাকায় তরুণ এই উইকেটকিপারকে তুলে নেয় তারা।

Advertisement

এরপর ১৪ কোটি টাকা পেয়েছেন দীপক চাহার। তিনি চেন্নাই সুপার কিংসেই ফিরলেন। তবে আগের থেকে বেশি দামে। এরপরে রয়েছেন শ্রেয়স আয়ার। দিল্লি ছেড়ে এ বার তিনি কলকাতায়। এমনকী, অধিনায়ক হওয়ার দৌড়েও রয়েছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

এরপর ১০.৭৫ কোটি টাকা করে পেয়েছেন চার ক্রিকেটার। তাঁরা হলেন, হর্ষল পটেল (বেঙ্গালুরু), নিকোলাস পুরান (হায়দরাবাদ), ওয়ানিন্দু হাসরঙ্গ (বেঙ্গালুরু) এবং শার্দূল ঠাকুর (দিল্লি)।

Advertisement

এ ছাড়া ১০ কোটি টাকা করে পেয়েছেন তিন ক্রিকেটার। প্রসিদ্ধ কৃষ্ণ কলকাতা ছেড়ে গেলেন রাজস্থানে। লকি ফার্গুসনকে নিল গুজরাত। আবেশ খান যোগ দিলেন লখনউয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement