IPL 2025 Auction

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের সময়ই আইপিএলের নিলাম! ১০,০৮২ কিলোমিটার দূরত্বে দু’দিকে কি নজর রাখা যাবে?

পার্‌থ টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন হবে আইপিএলের নিলাম। একটি চ্যানেলই সম্প্রচার করবে টেস্ট এবং নিলাম। স্বভাবতই সময়ের সংঘাত নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:০১
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হবে আইপিএলের নিলাম। আবার ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার পার্‌থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। অর্থাৎ, টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন হবে আইপিএলের নিলাম। একটি চ্যানেলই সম্প্রচার করবে টেস্ট এবং নিলাম। ১০ হাজার ৮২ কিলোমিটার দূরত্বে দু’দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। দু’দলের বেশ কয়েক জন ক্রিকেটারেরও নজর থাকবে নিলামের দিকে। স্বভাবতই সময়ের সংঘাত নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। একই সময় টেস্ট এবং নিলাম হলে, কোনটা সরাসরি সম্প্রচার হবে?

Advertisement

ক্রিকেটপ্রেমীদের আশঙ্কার কিছু নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং সংশ্লিষ্ট চ্যানেলের কর্তারা টেস্ট ম্যাচের সময় হিসাব করেই নিলামের সময় চূড়ান্ত করেছেন। পার্‌থে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল ৭.৫০ মিনিট থেকে। খেলা চলবে ভারতীয় সময় দুপুর ২.৫০ মিনিট পর্যন্ত। কোনও কারণে খেলার সময় ৩০ মিনিট বৃদ্ধি করতে হলে খেলা চলবে দুপুর ৩.২০ মিনিট পর্যন্ত।

সেই সম্ভাবনার কথা মাথায় রেখে আইপিএলের নিলাম শুরু করা হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩.৩০ মিনিট থেকে। টেস্ট ম্যাচ এবং আইপিএলের নিলামের মধ্যে সময়ের সংঘাত এড়ানোর চেষ্টা করা হয়েছে। যাতে ক্রিকেটপ্রেমীরা দু’টিই সমান ভাবে উপভোগ করতে পারেন।

Advertisement

শুক্রবারই বিসিসিআই জানিয়েছে, নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৫৭৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি। ১০টি দল সর্বোচ্চ ৭০ জন বিদেশি-সহ মোট ২০৪ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement