IPL 2023

দোলের দিনে রং পাল্টে ফেলল লখনউ, এ বারের আইপিএলে রাহুলদের গায়ে নতুন জার্সি

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ নতুন জার্সি উদ্বোধন করেন। একে বারেই নতুন একটি জার্সি পরতে দেখা যাবে রাহুলদের। গত বারের জার্সির সঙ্গে কোনও মিল রাখা হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১৬:৫৩
Share:

এই জার্সিতে আর দেখা যাবে না রাহুলদের। ছবি: পিটিআই

এ বছর আইপিএল শুরু ৩১ মার্চ। তার আগে জার্সি বদলে ফেলল লখনউ সুপারজায়ান্টস। গত বার আইপিএলে যে নতুন দু’টি দল যোগ হয়েছিল তাদের একটি হল এই লখনউ। লোকেশ রাহুলকে অধিনায়ক করে খেলেছিল তারা। হাল্কা নীলের সঙ্গে সবুজের আভা মেশানো একটি জার্সি পরতেন তারা। এ বার রং বদলে ফেলল লখনউ। তা-ও আবার দোলের দিনে।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ নতুন জার্সি উদ্বোধন করেন। একে বারেই নতুন একটি জার্সি পরতে দেখা যাবে রাহুলদের। গত বারের জার্সির সঙ্গে কোনও মিল রাখা হয়নি। কালচে নীল রঙের জার্সি পরতে দেখা যাবে রাহুলদের। জার্সি উদ্বোধনে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করে লখনউ সুপারজায়ান্টস। যেখানে দলের ক্রিকেটাররা নতুন জার্সি পরে র‍্যাম্পে হাঁটেন। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন রবি বিষ্ণোই, আবেশ খান, জয়দেব উনাদকট, দীপক হুডা এবং অধিনায়ক লোকেশ রাহুল।

ক্রিকেটাররা ছাড়াও ছিলেন বোর্ড সচিব জয় শাহ, লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং মেন্টর গৌতম গম্ভীর। নতুন জার্সিতে নীল রঙের উপর লাল রঙের দাগ রাখা হয়েছে। দলের আশা নতুন জার্সিতে তাদের এ বারের আইপিএল ভাগ্য পাল্টে যাবে। সাফল্য আসবে। গত বার তিন নম্বরে শেষ করেছিল তারা।

Advertisement

ভারতের টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না রাহুলকে। শেষ টেস্টেও প্রথম একাদশের বাইরে বসতে হয়েছিল তাঁকে। এমন অবস্থায় আইপিএলে ভাল খেলে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ পাবেন রাহুল। তাঁকে নিয়মিত রান করতে হবে। না হলে আইপিএলের পর ভারতীয় দলে ফেরাটাও কঠিন হয়ে যাবে তাঁর পক্ষে।

৯ মার্চ থদকে ভারতের টেস্ট শুরু। তার আগে আমদাবাদে পৌঁছে যেতে হবে রাহুলকে। সঙ্গে থাকবেন জয়দেব উনাদকটও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement