বেঙ্গালুরুর ইনিংসের সময় অষ্টম ওভারে রিচা ব্যাট করার সময় রিভিউ নিয়ে বিতর্ক তৈরি হয়। —ফাইল চিত্র
উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ডিআরএস বিতর্ক। কাজই করল না স্নিকো মিটার। বেঙ্গালুরু ব্যাট করার সময় এই ঘটনা ঘটে। মুম্বই ইন্ডিয়ান্স দল যা দেখে খুবই বিরক্ত হয়। হরমনপ্রীত কৌরকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত বেঙ্গালুরুর পক্ষেই থাকে।
শনিবার বেঙ্গালুরু ব্যাট করার সময় অষ্টম ওভারে বল করছিলেন মুম্বইয়ের ন্যাট সিভার। সেই ওভারে রিচা ব্যাট করার সময় রিভিউ নিয়ে বিতর্ক তৈরি হয়। বল রিচার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক যষ্টিকা ভাটিয়ার হাতে যায় বলে মনে করে মুম্বই। আউটের আবেদন করা হলে মাঠের আম্পায়ার নাকচ করে দেন। রিভিউ নেন হরমনপ্রীত। সেখানে স্পষ্ট দেখা যায় বল ব্যাটে লেগে একটু দিক পরিবর্তন করেছে। কিন্তু স্নিকো মিটারে সেটা ধরা পড়ে না। বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় কোনও আওয়াজ শোনা যায়নি বলে জানায় স্নিকো। ফলে নটআউটের সিদ্ধান্ত দেওয়া হয়।
এই ঘটনায় অবাক হয়ে যান সকলে। বিরক্ত দেখায় মুম্বই অধিনায়ক হরমনপ্রীতকে। তবে প্রযুক্তির ভুলে প্রাণ ফিরে পাওয়া রিচা খুব বেশি রান করতে পারেননি। বাংলার উইকেটরক্ষক আউট হয়ে যান ২৬ বলে ২৮ রান করে। বেঙ্গালুরুর কোনও ব্যাটারই সে ভাবে রান পাননি। মাত্র ১৫৫ রানে শেষ হয়ে যায় আরসিবি। ম্যাচটি হেরে যায় তারা। পর পর দু’টি ম্যাচে হেরে যায় স্মৃতি মন্ধানার দল। ৯ উইকেটে ম্যাচ জেতে মুম্বই। হেলি ম্যাথুজ় এবং ন্যাট সিভার ম্যাচ নিয়ে চলে যান। মুম্বই পর পর দু’টি ম্যাচ জিতে নিল মেয়েদের আইপিএলে।