কোচিতে বসবে নিলামের আসর। এ বছর ২৩ ডিসেম্বর হবে সেই নিলাম। —ফাইল চিত্র
আইপিএলের নিলামের আগে বহু ক্রিকেটারকে ছেড়ে দিল দলগুলি। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিল কেন উইলিয়ামসনকে। চেন্নাই সুপার কিংস দলে দেখা যাবে না ডোয়েন ব্র্যাভোকে। বিভিন্ন দলেই পরিবর্তন হচ্ছে। নিলামের আগে অনেক দলই বিরাট টাকা হাতে রাখছে ক্রিকেটারদের ছেড়ে দিয়ে। কোচিতে বসবে নিলামের আসর। এ বছর ২৩ ডিসেম্বর হবে সেই নিলাম।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে কায়রন পোলান্ডকে। তাঁকে ছাড়াও মুম্বই ছেড়ে দিয়েছে ড্যানিয়াল স্যামস, বাসিল থাম্পি, ফ্যাবিয়ান অ্যালেনের মতো ক্রিকেটারদের। দলে রাখা হয়নি জয়দেব উনাদকটকেও। চেন্নাই ব্র্যাভোকে ছেড়ে দিলেও রেখে দিয়েছে অম্বাতি রায়ডুকে। সেই সঙ্গে রইলেন রবীন্দ্র জাডেজা, মইন আলির মতো ক্রিকেটারকেও। দলে রইলেন মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েরাও। অবসর নিয়েছেন রবিন উথাপ্পা। তিনিও নেই চেন্নাই দলে।
পঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে তাদের গত বারের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালকে। সেই সঙ্গে বাংলার ঈশান পোড়েল এবং ঋত্বিক চট্টোপাধ্যায়কেও ছেড়ে দিয়েছে তারা। দলে রাখা হল লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টোকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছে জেসন বেহেরনডর্ফকে। তিনি যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। আর কোনও বড় নামকে ছাড়েনি তারা। দলে রয়েছেন বাংলার শাহবাজ় আহমেদকে।
হায়দরাবাদ শুধু উইলিয়ামসন নয়, একাধিক ক্রিকেটারকে ছেড়েছে। নিলামে নতুন করে দল গড়তে পারে তারা। কলকাতা ছেড়ে দিয়েছে প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস এবং স্যাম বিলিংসকে। সেই সঙ্গে ছেড়ে দিয়েছে শিবম মাভি, অ্যারন ফিঞ্চ, মহম্মদ নবি, অজিঙ্ক রাহানে, বাবা অপরাজিত, শেল্ডন জ্যাকসনকেও। দলে রইলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদিরা। সেই সঙ্গে যোগ হয়েছেন রহমনউল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুররা।
গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ছেড়ে দিয়েছে বরুণ অ্যারণ, গুরকিরত সিংহের মতো ক্রিকেটারকে। তাদের দল থেকেই কলকাতায় গিয়েছেন গুরবাজ এবং ফার্গুসন। দিল্লি ক্যাপিটালস শার্দূল ছাড়াও ছেড়ে দিয়েছে টিম সেইফার্ট, শ্রীকর ভরতের মতো ক্রিকেটারকে। রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে ড্যারিল মিচেল, জিমি নিশাম, করুন নায়ার, নাথান কুল্টার নাইলের মতো ক্রিকেটারকে।
লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, এভিন লুইসের মতো ক্রিকেটারকে। জেসন হোল্ডারকেও রাখেনি তারা।