KKR

কলকাতায় পা দিয়েই বাজারে লাউ কিনতে চলে গেলেন কেকেআরের বোলার!

কলকাতায় পা দিয়েই স্থানীয় বাজারে চলে গেলেন নাইট রাইডার্সের এক ক্রিকেটার। সেখানে গিয়ে খোঁজ করতে থাকলেন লাউয়ের। পেয়েও গেলেন। এর নেপথ্যে কি কোনও রহস্য রয়েছে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ২২:৪৪
Share:

কলকাতার ক্রিকেটার হঠাৎই লাউয়ের দোকানে। — ফাইল চিত্র

আইপিএলের সময় যত এগিয়ে আসছে, কলকাতায় একের পর এক ক্রিকেটারের চলে আসার সংখ্যাও বাড়ছে। আন্দ্রে রাসেল-সহ একাধিক ক্রিকেটার ইডেন গার্ডেন্সে অনেক দিন ধরেই অনুশীলন করছেন। এ বার চলে এলেন লকি ফার্গুসন এবং টিম সাউদিও। নিউ জ়‌িল্যান্ডের দুই পেসার এ বার কলকাতার অন্যতম বড় ভরসা। তবে লকির আগমনের খবর অভিনব এক ভিডিয়োর মাধ্যমে জানিয়েছে কেকেআর, যা দেখে সমর্থকরা হাস্যরসের প্রশংসা করেছেন।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ক্রেতা দোকানে গিয়ে লাউয়ের খোঁজ করছেন। কখনও সাধারণ মুদির দোকানে, কখনও চায়ের দোকানে লাউয়ের কথা জিজ্ঞাসা করছেন। অবশেষে পৌঁছে যান বাজারে। সেখানে গিয়েই পেয়ে যান নধর একটি লাউ। তার পরেই বোঝা যায়, ওই ক্রেতা আর কেউ নন, খোদ লকি ফার্গুসন।

আসলে লাউকে হিন্দি ভাষায় ‘লকি’ বলা হয়। নিউ জ়িল্যান্ডের বোলারের নামের উচ্চারণও একই। দু’টিকে মিলিয়ে অভিনব ভাবে লকির শহরে চলে আসার খবর জানিয়েছে কেকেআর। সমর্থকদের মধ্যে সেই ভিডিয়ো জনপ্রিয় হয়েছে। অনেকেই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ‘শেয়ার’ করেছেন।

Advertisement

পরের দিকে আরও একটি ভিডিয়োয় টিম সাউদির চলে আসার খবরও জানানো হয়। দেশি ক্রিকেটাররা অনেকেই এসে পড়েছেন। বিদেশি ক্রিকেটারদেরও চলে আসা শুরু হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement