রাজস্থান রয়্যালসের নতুন জার্সিতে চহাল এবং সঞ্জু। ছবি: টুইটার থেকে
প্রকাশ্যে এল রাজস্থান রয়্যালসের নতুন জার্সি। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির এ বারের গোলাপি এবং নীল জার্সিতে রয়েছে রাজস্থানের বিখ্যাত নকশা ‘লেহেরিয়া’-র ছোঁয়া। লেহেরিয়ার অর্থ ঢেউ।
নতুন জার্সি উদ্বোধনের ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছে রাজস্থান। ভিডিয়োতে রয়েছেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং যুজবেন্দ্র চহাল। সপ্তদশ শতকের রাজস্থানে কাপড়ে দড়ি বেঁধে রং করার ছোঁয়া থাকছে এ বারের জার্সিতে। রাজস্থানের মরুভূমির ছোঁয়াও রয়েছে জার্সির নকশায়।
ভিডিয়োতে তুলে ধরা হয়েছে জয়পুর শহরের সৌন্দর্য্যকেও। শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের সামনে দিয়ে সঞ্জু, চহালদের জন্য সওয়াই মান সিংহ স্টেডিয়ামে জার্সি নিয়ে আসেন অস্ট্রেলীয় বাইকার রবি ম্যাডিসন। দেখা গিয়েছে তাঁর বাইকের ভারসাম্যের অসাধারণ নৈপুণ্যও।
উজ্জ্বল নতুন জার্সি হাতে পেয়ে খুশি রাজস্থানের ক্রিকেটাররা। দলের কোচ, ক্রিকেটারদের অনেকেই পৌঁছে গিয়েছেন মুম্বইয়ের হোটেলে। ২৯ মার্চ এ বারের আইপিএল অভিযান শুরু করবে প্রথম বারের চ্যাম্পিয়নরা।