—ফাইল চিত্র
নিলামে লখনউ সুপারজায়ান্টসের হয়ে বড় ভূমিকা নিতে চলেছেন গৌতম গম্ভীর। সঞ্জীব গোয়েঙ্কার দলের মেন্টর কী ভাবছেন আইপিএল-এর এই বড় নিলাম নিয়ে? নিজে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ট্রফি জিতিয়েছিলেন অধিনায়ক হিসেবে। এখন দেখার লখনউ দলের জন্য কী পরিকল্পনা রয়েছে গম্ভীরের।
১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএল-এর নিলাম। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “এটা দারুণ সুযোগ নতুন কিছু তৈরি করার। কাউকে দেখে কাজ করার পদ্ধতিতে আমরা রাজি নই। আমরা নিজেদের মতো ভাবনা দিয়ে দল তৈরি করব। নিজেদের একটা ধরন তৈরি করতে চাই আমরা।” ইতিমধ্যেই লোকেশ রাহুলকে অধিনায়ক ঘোষণা করেছে লখনউ। সঙ্গে মার্কাস স্টোইনিস এবং রবি বিষ্ণোইকে দলে নিয়েছে তারা।
তবে আইপিএল-এ সঞ্জীব নতুন নন। এর আগে পুণে দলের মালিক ছিলেন তিনি। গম্ভীর বলেন, “এর আগে পুণে দলের মালিক ছিলেন সঞ্জীব স্যার। সে বার এক রানের জন্য আইপিএল জিততে পারেননি তিনি। এ বার সেই অপূর্ণ কাজটাই শেষ করতে চাইবেন সঞ্জীব স্যার। তবে কী হবে তা তো আগে থেকে বলা সম্ভব নয়। আমরা শুধু এই বছর নিয়েও ভাবছি না। বেশ কয়েক বছরের চিন্তা ভাবনা রয়েছে আমাদের মাথায়।”
বিষ্ণোই বড় ভূমিকা নেবেন বলে মত গম্ভীরের। তিনি বলেন, “ও তরুণ, উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ওর। প্রথম একাদশে ওর জায়গা পাকা বলাই যায়। ভারতীয় দলে এখনও খেলেনি বিষ্ণোই। তাই ওকে দলে নেওয়া খুব ভাল সিদ্ধান্ত। নিজের মাথা ঠিক রাখলে দারুণ উন্নতি করবে ও। তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় বিষ্ণোই। আগামী দিনের জন্যেও খুব ভাল কাজে লাগবে ও। আশা করি খুব ভাল একটা পথ রয়েছে ওর জন্য।”