ভারতীয় দল এখনও পর্যন্ত অপরাজিত। —ফাইল চিত্র
যে দুই দলের মধ্যে গত বারের ফাইনাল খেলা হয়েছিল, তারাই এ বার মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়ে ২০২০ সালে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এ বার কী হবে?
যশস্বী জয়সওয়াল, প্রিয়ম গর্গদের হারের ক্ষত এখনও দগদগে। এ বার সুযোগ সেই বদলা নেওয়ার। করোনা আক্রান্ত হওয়া ক্রিকেটাররা দলে ফিরছেন। আরও শক্তি বাড়ছে ভারতের। দু’বছর আগে বাংলাদেশের আকবর আলির ব্যাট ভারতের জয় ছিনিয়ে নিয়েছিল। এ বার যদিও ভারতীয় দল এখনও পর্যন্ত অপরাজিত।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং উগান্ডাকে হারিয়ে দেয় ভারতের অনূর্ধ্ব ১৯ দল। কিন্তু যশ ধুল-সহ একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পরেও শক্তি কমেনি ভারতের। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকাকে তারা হারায় ৪৫ রানে। আয়ারল্যান্ডকে হারায় ১৭৪ রানে। রাজ বাওয়া অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেন উগান্ডার বিরুদ্ধে। তাদের ভারত হারায় ৩২৬ রানে।
অন্য দিকে বাংলাদেশ এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু করেছিল ৯৭ রানের লজ্জা দিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে হারতে হয় গত বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়নদের। এর পর কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহিকে দাপটের সঙ্গে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে তারা।
এ বার লড়াই সুপার লিগের কোয়ার্টার ফাইনালে। দলে ফিরে যশ ধুলরা মুখিয়ে থাকবেন নিজেদের প্রমাণ করার জন্য। অন্য দিকে বাংলাদেশ চাইবে দু’বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি।