Hardik Pandya

IPL 2022: অধিনায়ক হার্দিককে সব রকম ভাবে সাহায্য করতে তৈরি হচ্ছেন অলরাউন্ডার হার্দিক

এ বারের আইপিএল-এ তাঁর নতুন দল আমদাবাদ। ১৫ কোটি টাকা দিয়ে হার্দিককে দলে নিয়েছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৫
Share:

অলরাউন্ডার হিসাবে মাঠে ফিরতে মরিয়া হার্দিক। —ফাইল চিত্র

অন্য সব বারের থেকে হার্দিক পাণ্ড্যর কাছে এ বারের আইপিএল আলাদা। এত দিন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সৈনিক ছিলেন তিনি। এ বার তিনি আমদাবাদ দলের সেনাপতি। তাই নিজেকে শুধু ব্যাটার নয়, অলরাউন্ডার হিসাবেই দেখতে চাইছেন হার্দিক।

এ বারের আইপিএল-এ নতুন দল আমদাবাদ। ১৫ কোটি টাকা দিয়ে হার্দিককে দলে নিয়েছে তারা। অধিনায়ক হিসাবেও তাঁকে বেছে নিয়েছে আমদাবাদ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেন, “আমরা নতুন ভাবে শুরু করতে চলেছি। ছাপ রেখে যেতে চাই। দারুণ উত্তেজক কিছু হতে চলেছে।”

Advertisement

নেতৃত্ব নিয়ে চিন্তিত নন হার্দিক। তিনি বলেন, “কী ভাবে ভাল অধিনায়ক হওয়া যায় তার কোনও লিখিত সূত্র নেই। আমি এমন এক জন মানুষ যে দায়িত্ব নিতে ভালবাসে। সেই চ্যালেঞ্জটাই নিতে চাই। প্রত্যেক ক্রিকেটারকে অধিনায়ক হিসাবে সময় দিতে চাই। সকলের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। কেউ যখন ভাল খেলছে, তার তখন সাহায্যের প্রয়োজন হয় না। কারও সময় খারাপ গেলে, তখনই পাশে কাউকে প্রয়োজন। আমি তাদের জন্য সব সময় থাকব।”

শেষ তিন বছর ধরে পিঠের ব্যথা নিয়ে ভুগছেন হার্দিক। বল করতে সমস্যা হচ্ছে তাঁর। হার্দিক বলেন, “আমি চাই ব্যাট, বল এবং ফিল্ডিং সব কিছু করতে। অলরাউন্ডার হিসাবে খেললে দলের সুবিধা। আমি চেষ্টা করব অলরাউন্ডার হিসাবেই খেলতে। তাতে দলের কাছে বিকল্প থাকে। তবে যদি বল করতে না পারলে, ব্যাট হাতে নিজের সেরাটাই দেব। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement