Border Gavaskar Trophy

৯ নজির: বর্ডার-গাওস্কর ট্রফিতে কী কী কীর্তি গড়তে পারেন কোহলি

২০২৪ সালে ১৯টি ম্যাচে কোহলির সংগ্রহ ৪৮৮ রান। গড় ২০.৩৩। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও ফর্মে ছিলেন না। বর্ডার-গাওস্কর ট্রফিতেও কোহলির দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৮:১২
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফিতে ন’টি নজির গড়তে পারেন বিরাট কোহলি। বেশ কিছু দিন চেনা ফর্মে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সব সময় সাফল্য পেয়েছেন কোহলি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের আগে সেটাই আশাবাদী করছে কোহলির ভক্তদের। পছন্দের অসি পিচে ব্যাটে রান এলে, বেশ কয়েকটি কীর্তি গড়তে পারেন কোহলি।

Advertisement

১: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ১৮০৯ রান রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তাঁর রানই সব চেয়ে বেশি। সচিনের সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির। সে জন্য পাঁচ টেস্টের সিরিজ়ে ৪৫৮ রান করতে হবে কোহলিকে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ১৩৫২ রান করেছেন লাল বলের ক্রিকেটে।

২: বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সব চেয়ে বেশি টেস্ট শতরানের মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে কোহলির। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় ছ’টি টেস্ট শতরান করেছেন তিনি। সব চেয়ে বেশি ন’টি শতরানের নজির রয়েছে ইংল্যান্ডের জ্যাক হবসের। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ালি হ্যামন্ড। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে সাতটি টেস্ট শতরান করেছিলেন। আসন্ন পাঁচ টেস্টের সিরিজ়ে চারটি শতরান করতে পারলে এই তালিকায় শীর্ষে উঠে আসবেন কোহলি।

Advertisement

৩: অস্ট্রেলিয়ার মাঠগুলির মধ্যে অ্যাডিলেডে সব চেয়ে সফল কোহলি। এই মাঠে চারটি টেস্টে ৬৩.৬২ গড়ে তিনি করেছেন ৫০৯ রান। কোহলির প্রয়োজন আরও ১০২ রান। তা হলে ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দেবেন তিনি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে লারা অ্যাডিলেডে সব চেয়ে বেশি ৬১০ রান করেছেন।

৪: শুধু টেস্ট ক্রিকেট নয়। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়েও একটি নজির গড়তে পারেন কোহলি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে ৫০ বা তার বেশি রানের ইনিংস সব চেয়ে বেশি রয়েছে ভিভ রিচার্ডসের। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার সব মিলিয়ে ৪২টি ৫০ রান বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডেসমন্ড হেইনস। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর এমন ইনিংসের সংখ্যা ৩৪টি। তৃতীয় স্থানে রয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর ৫০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা ৩০। এ বারের সফরে হেইনসকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির।

৫: পাঁচ টেস্টের সিরিজ়ে ৫৭৪ রান করতে পারলে একটি মাইলফলক স্পর্শ করবেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০০ রান করার কৃতিত্ব অর্জন করবেন। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির সংগ্রহ ৩৪২৬ রান। তিনিই ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি রান করেছেন।

৬: অ্যাডিলেড ওভালে সব ধরনের ক্রিকেট মিলিয়ে পাঁচটি শতরান রয়েছে কোহলির। আর একটি শতরান করতে পারলে এই মাঠে প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে ১০০০ রান করার কৃতিত্ব অর্জন করবেন।

৭: কোহলি টপকে যেতে পারেন জ্যাক হবসকে। মেলবোর্নে তাঁর পাঁচটি শতরান রয়েছে। কোহলির আবার অ্যাডিলেডে পাঁচটি শতরান রয়েছে। অস্ট্রেলিয়ার কোনও একটি মাঠে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সব চেয়ে বেশি শতরানের নজির যুগ্ম ভাবে রয়েছে হবস এবং কোহলির। এ বার অ্যাডিলেডে নিজের ষষ্ঠ শতরান করতে পারলে তালিকায় শীর্ষে চলে আসবেন কোহলি।

৮: সিরিজ়ের প্রথম তিনটি টেস্টে খেললে কোহলি গাব্বায় আর একটি মাইলফলক স্পর্শ করবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০টি ম্যাচ খেলে ফেলবেন তিনি। বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব চেয়ে বেশি ১১০টি ম্যাচ খেলার নজির রয়েছে সচিনের দখলে।

৯: সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬টি শতরান রয়েছে কোহলির। বর্ডার-গাওস্কর ট্রফিতে তিনি ছুঁয়ে ফেলতে পারেন সচিনকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব চেয়ে বেশি ২০টি শতরান রয়েছে সচিনের। সচিনের সঙ্গে নাম লেখাতে কোহলির প্রয়োজন আরও চারটি শতরান।

চলতি বছরে কোহলি অবশ্য এক দমই চেনা ফর্মে নেই। এখনও পর্যন্ত ১৯টি ম্যাচে তাঁর সংগ্রহ ৪৮৮ রান। গড় ২০.৩৩। বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হবে ২২ নভেম্বর থেকে। পার্‌থে দু’দল মুখোমুখি হবে প্রথম টেস্টে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement