India Cricket

১৫৯ কোটি টাকা নিয়ে বাইজুস-এর সঙ্গে বোর্ডের সঙ্ঘাত কি মেটার পথে? কী বললেন আইনজীবী

১৫৯ কোটি টাকা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সঙ্ঘাত হচ্ছে বাইজুস-এর। সেই সঙ্ঘাত কি এ বার মেটার পথে? তেমনটাই ইঙ্গিত দিচ্ছেন বাইজুস-এর আইনজীবী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ২০:৪৭
Share:

ভারতীয় ক্রিকেট বোর্ড। —ফাইল চিত্র।

সঙ্ঘাতের মূলে ছিল ১৫৯ কোটি টাকা। ভারতীয় ক্রিকেট বোর্ড ও বাইজুস-এর মধ্যে সেই সঙ্ঘাত কি এ বার মেটার পথে? অন্তত তেমনটাই ইঙ্গিত দিয়েছেন বাইজুস-এর আইনজীবী।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পনসর ছিল শিক্ষা সংক্রান্ত অ্যাপ বাইজুস। বোর্ডের অভিযোগ, স্পনসর থাকাকালীন বাইজুস-এর কাছে ১৫৯ কোটি টাকা পাওয়ার কথা ছিল তাদের। কিন্তু সেই টাকা দেয়নি বাইজুস। এই অভিযোগে ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’-এর দ্বারস্থ হয় বোর্ড। সেখানেই তার শুনানি চলছে।

বুধবার বাইজুস-এর এক আইনজীবী অরুণ কাঠপালিয়া সংবাদমাধ্যমে জানান, দু’পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় এসেছে। বাইজুস-এর মালিক বাইজু রবীন্দ্রনের ভাই রিজু রবীন্দ্রন বোর্ডের প্রাপ্য মিটিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। কত টাকা মেটাতে হবে তা জানা না গেলেও অরুণ জানিয়েছেন, ইতিমধ্যেই ৫০ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। যদিও এই বিষয়ে বোর্ড বা বাইজুস সরকারী ভাবে কিছু জানায়নি।

Advertisement

গত কয়েক বছরে আর্থিক অবস্থা খারাপ হয়েছে বাইজুস-এর। শেয়ার বাজারে ধাক্কা খাওয়ার পাশাপাশি সংস্থার বোর্ড অফ ডিরেক্টরেও পরিবর্তন হয়েছে। তার প্রভাব পড়েছে। ২০২২ সালে তাদের সম্পত্তির মূল্য ছিল ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ২৫ হাজার কোটি টাকা। তার মাঝেই বোর্ডের অভিযোগ ঘিরে ভাবমূর্তি খারাপ হচ্ছিল বাইজুস-এর। এখন দেখার তা ঠিক হয় কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement