দক্ষিণ আফ্রিকা সিরিজে চোখ রাহুলদের ফাইল ছবি
দু’মাসব্যপী আইপিএল শেষ হয়েছে রবিবার। মাঝে কিছু দিন বিশ্রাম নিয়ে ফের জাতীয় দলের হয়ে খেলতে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ৯ জুন। তার ঠিক চার দিন আগে, অর্থাৎ ৫ জুন গোটা দলকে দিল্লিতে পৌঁছনোর নির্দেশ দিল ভারতীয় বোর্ড। দক্ষিণ আফ্রিকা দল অবশ্য চলে আসছে তিন দিন আগেই। ২ জুন দিল্লি পৌঁছবে প্রোটিয়ারা।
ভারতের একাধিক প্রথম সারির ক্রিকেটারকে দেখতে পাওয়া যাবে না এই সিরিজে। বিরাট কোহলী, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের বিশ্রাম দিয়েছে বোর্ড। জুন-জুলাই মাসে ইংল্যান্ডে খেলবে ভারতীয় দল। সীমিত ওভারের সিরিজ ছাড়াও গত বছরের অসমাপ্ত টেস্ট সিরিজের একটি ম্যাচও খেলবে তারা। গুরুত্বপূর্ণ সেই সিরিজের কথা ভেবে কোহলী, রোহিতদের বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।
এই সিরিজে দু’টি নতুন জিনিস দেখা যেতে চলেছে। প্রথমত, মাঠে দর্শকসংখ্যা নিয়ে কোনও বিধিনিষেধ থাকছে না। দ্বিতীয়ত, ক্রিকেটারদের জৈবদুর্গে থাকতে হবে না। উল্লেখ্য, এর আগে জৈবদুর্গে থাকা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন একাধিক ক্রিকেটার। জৈবদুর্গের ফলে যে মানসিক ভাবে তাঁরা চাপে পড়ছেন, সেটাও বলেছিলেন। তাই ২০২০-র পর এই প্রথম বার জৈবদুর্গে না থেকেই খেলতে নামবেন কেএল রাহুলরা।
দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ ৯ জুন দিল্লিতে। বাকি ম্যাচগুলি হবে যথাক্রমে কটক (১২ জুন), বিশাখাপত্তনম (১৪ জুন), রাজকোট (১৭ জুন) এবং বেঙ্গালুরুতে (১৯ জুন)।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।