মেয়েকে নিয়েই থাকবেন বিসমা ফাইল ছবি
কিছু দিন আগেও মেয়েকে নিয়ে কমনওয়েলথ গেমস ভিলেজে ঢোকার অনুমতি পাননি তিনি। চাপের মুখে কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ফলে মেয়েকে নিয়ে কমনওয়েলথ গেমসের ভিলেজে থাকতে পারবেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমা মারুফ। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এ কথা জানানো হয়েছে।
বিশ্বকাপে মেয়েকে নিয়ে খেলতে যাওয়ার জন্য প্রশংসিত হয়েছিলেন বিসমা। জানিয়েছিলেন, সন্তানের কাছাকাছি থাকবেন বলেই ওই সিদ্ধান্ত নিয়েছেন। পাক বোর্ডও অনুমতি দেয়। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর দেখা গিয়েছিল সুন্দর দৃশ্য। বিসমার মেয়ের সঙ্গে ছবি তোলেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষরা। সেই ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে।
তবে কমনওয়েলথ গেমসে যাওয়া নিয়ে বিপদে পড়েন বিসমা। মেয়েকে গেমস ভিলেজে থাকার অনুমতি দেওয়া হয়নি। প্রবল সমালোচনার চাপে পিছু হটে কর্তৃপক্ষ। অনুমতি মেলে। এ দিনই পাক বোর্ড জানিয়েছে, মেয়েকে নিয়ে গেমস ভিলেজেই থাকতে পারবেন বিসমা।
কমনওয়েলথ গেমসে ভারতের বিরুদ্ধে খেলবে বিসমার পাকিস্তান। ৩১ অগস্ট হবে সেই ম্যাচ। এ ছাড়া বার্বাডোজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলবে তারা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।