Yuzvendra Chahal

আবার চহালের পোস্ট! বিবাহবিচ্ছেদের জল্পনা উস্কে কী লিখলেন ভারতীয় স্পিনার?

চহাল এবং ধনশ্রীর সম্পর্ক নিয়ে চর্চা চলছে। তাঁদের বিবাহবিচ্ছেদ হতে পারে বলে শোনা যাচ্ছে। এর মাঝেই একের পর এক পোস্ট করছেন চহাল। কী লিখলেন ভারতীয় স্পিনার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৭
Share:

যুজবেন্দ্র চহালের সঙ্গে স্ত্রী ধনশ্রী। —ফাইল চিত্র।

ব্যক্তিগত জীবন কি বার বার প্রকাশ্যে আনছেন যুজবেন্দ্র চহাল? তাঁর এবং ধনশ্রী বর্মার সম্পর্ক নিয়ে চর্চা চলছে। তাঁদের বিবাহবিচ্ছেদ হতে পারে বলে শোনা যাচ্ছে। এর মাঝেই একের পর এক পোস্ট করছেন চহাল। কী লিখলেন ভারতীয় স্পিনার?

Advertisement

মঙ্গলবার চহালের করা পোস্টে লেখা ছিল, “সাইলেন্স ইজ় এ প্রোফাউন্ড মেলডি, ফর দোজ় হু ক্যান হিয়ার ইট অ্যাবাভ অল দ্য নয়েজ়।” গ্রিক দার্শনিক সক্রেটিসের বিখ্যাত সেই উক্তির বঙ্গানুবাদ করলে হয়, “নিস্তব্ধতারও সুর আছে। তারাই শুনতে পায়, যারা বিকট আওয়াজের মাঝেও তা শুনতে পারে।”

কিছু দিন আগে সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চহাল। দু’জনেই একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন। তার পর চহালের একটি পোস্ট জল্পনাকে আরও উসকে দিয়েছিল। ইনস্টাগ্রাম স্টোরিতে চহাল যা লিখেছেন, তার অর্থ ‘‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজা ভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। এক জন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’’

Advertisement

বাবা, মায়ের পাশে থাকার কথা লিখেছিলেন চহাল। কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে হয়েছিল চহালের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement