মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।
অনুশীলন ম্যাচে রেগে গেলেন মহম্মদ সিরাজ। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলতে নেমে সাত ওভার বল করে একটি উইকেট নেন ভারতীয় পেসার। কিন্তু বল করার সময় হঠাৎ রেগে যান সিরাজ। কার উপর রেগে গিয়েছিলেন তিনি?
গোলাপি বলে অনুশীলন ম্যাচ খেলে ভারতীয় দল। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে অনুশীলন ম্যাচ খেলেন সিরাজেরা। সেই ম্যাচে ভারতীয় পেসারকে বলতে শোনা যায়, “ও ভাই, বাগানে ঘুরতে এসেছ?” কিন্তু কাকে বললেন তিনি এই কথা? কোনও ক্রিকেটার নন, সিরাজ চিৎকার করেন এক নিরাপত্তারক্ষীকে উদ্দেশ্য করে। ম্যাট রেনশ ব্যাট করার সময় ওই নিরাপত্তারক্ষী সাইট স্ক্রিনের সামনে হাঁটছিলেন। যে কারণে সিরাজকে বল করতে গিয়েও থামতে হয়। তাতেই রেগে যান ভারতীয় পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ় খেলার সময় রোহিত শর্মাকে এই একই কথা বলতে শোনা গিয়েছিল। তিনি দলের ক্রিকেটারদেরই বলেছিলেন।
সিরাজ এর পরেই উইকেট নেন। তাঁর সঙ্গে আকাশ দীপ নতুন বলে শুরু করেছিলেন। বাংলার পেসার পান ২ উইকেট। তবে সবচেয়ে সফল পেসার হর্ষিত রানা। তিনি ৪ উইকেট নেন। ২৪০ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দলটি। ভারত সহজেই ম্যাচ জিতে নেয়। দলের হয়ে রান করেছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল এবং নীতীশ রানা। তবে রান পেলেন না রোহিত। অনুশীলন ম্যাচে খেলেননি বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা। ব্যাট করতে নামেননি ঋষভ পন্থ।