রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছে ভারত। কিন্তু দ্বিতীয় টেস্ট গোলাপি বলে। তাই একটি অনুশীলন ম্যাচ খেললেন রোহিত শর্মারা। দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টির কারণে এক দিনই খেলা হল। রবিবারও বৃষ্টি হওয়ায় পুরো ৫০ ওভার খেলা হয়নি। এমন একটি অনুশীলন ম্যাচ খেলে কতটা প্রস্তুতি সারতে পারল ভারত? কী বললেন অধিনায়ক রোহিত শর্মা?
প্রস্তুতি ম্যাচটি ছিল ক্যানবেরায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলল ভারতীয় দল। প্রথম শ্রেণির ম্যাচের তকমা ছিল না এই ম্যাচের। সেই ম্যাচ জিতে রোহিত বলেন, “দারুণ একটা ম্যাচ হল। দল হিসাবে যেটা চাইছিলাম, সেটা পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যে পুরো ম্যাচ খেলতে পারলাম না। প্রথম দিন বৃষ্টির জন্য ভেস্তে যায়। কিন্তু যেটুকু সময় পেয়েছি, আমরা সেটার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করেছি। সব সুযোগ কাজে লাগিয়েছি।”
প্রথম টেস্টে রোহিত খেলেননি। তিনি দ্বিতীয়বার বাবা হয়েছেন। সেই কারণে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে দলে যোগ দেবেন। কিন্তু ওপেন করতে পারবেন কি না তা স্পষ্ট নয়। প্রথম টেস্টে লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল ওপেন করেন। তাঁরা প্রস্তুতি ম্যাচেও ওপেন করেন। রোহিত না খেললেও ভারত প্রথম টেস্ট ২৯৫ রানে জিতে নেয়। সমর্থকেরা প্রস্তুতি ম্যাচেও মাঠে এসেছিলেন দলকে উৎসাহ দিতে। রোহিত বলেন, “অস্ট্রেলিয়ায় খেলতে আসতে খুবই ভাল লাগে। সমর্থকদের সঙ্গে দেখা করতে ভাল লাগে। এখানে আমাদের প্রচুর সমর্থক। কখনও অস্ট্রেলিয়ায় খেলতে এসে দেখিনি যে সমর্থকেরা আসেননি। ভাল লাগে এত মানুষ ভারতীয় দলকে সমর্থন করতে মাঠে এসেছেন দেখে।”
ম্যাচে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ ২৪০ রান করে। ভারত সহজেই সেই রান তুলে নেয়। গোলাপি বল হাতে হর্ষিত রানা ৪ উইকেট নেন। ব্যাট হাতে রান পেয়েছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর।