কোহলির ক্যাচ ছাড়ার মুহূর্ত। ছবি: টুইটার।
সোমবার নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে ভারত। সেই ম্যাচের পাঁচ ওভার গড়াতে না গড়াতেই তিন-তিনটি ক্যাচ ফেলল ভারত। সহজতম সুযোগ বললেও কম বলা হবে, এতটাই অনায়াসে নেওয়া যেত সেই ক্যাচগুলি। সমর্থকেরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, দুর্বল প্রতিপক্ষ বলেই কি ভারতের খেলার মধ্যে একটা গা ছাড়া মনোভাব এসেছে?
যশপ্রীত বুমরার জায়গায় এ দিন দলে এসেছেন মহম্মদ শামি। তিনিই প্রথম ওভার বল করতে এসেছিলেন। ষষ্ঠ বলে তাঁর ক্যাচ ফেলেন শ্রেয়স আয়ার। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন কুশল ভুর্তেল। প্রথম স্লিপে ক্যাচ গিয়েছিল। শ্রেয়স বলের গতিপথই বুঝতে পারেননি। ডান হাত বাড়ালেও বল তালুবন্দি করতে পারেননি।
দ্বিতীয় ওভারের প্রথম বলেও একই দৃশ্য। এ বার ক্যাচ ফেলে দেন খোদ বিরাট কোহলি, যিনি দলের অন্যতম সেরা ফিল্ডার হিসাবে পরিচিত। মহম্মদ সিরাজ়ের বলে কভারের দিকে শট খেলেছিলেন আসিফ শেখ। কোহলি ১০০ বারে ৯৯ বারই এই ক্যাচ নেবেন। কিন্তু সোমবার বল তাঁর হাতে জমা হয়েও ফস্কে বেরিয়ে গেল।
তৃতীয় ক্যাচটি ফেললেন ঈশান কিশন। এ বারও শামির বলে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লেগসাইডের সামান্য বাইরে বল করেছিলেন শামি। ভুর্তেলের ব্যাটে লেগে বল গিয়েছিল উইকেটকিপারের দিকে। হালকা মনোভাব নিয়ে ক্যাচ ধরতে গিয়েছিলেন কিশন। বল তাঁর বগলের তলা দিয়ে গলে চার হয়ে যায়।
প্রথম পাঁচ ওভারে ভারতের এ রকম হতাশাজনক ফিল্ডিং দেখে বিরক্ত ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ধারাভাষ্য দিতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “ভারতের ফিল্ডিং কোচ তিনি স্নান করতে গিয়েছে?”