বিরাট কোহলি। —ফাইল চিত্র।
এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করে সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। কিন্তু পুরস্কার নেওয়ার পর সঞ্চালকের সঙ্গে কথা বলতে রাজি হলেন না তিনি। হাত দেখিয়ে চলে গেলেন। বিশ্বকাপ হেরে তত ক্ষণে মন ভারাক্রান্ত বিরাটের। দলের হারে নিজের পুরস্কার পাওয়া নিয়ে কথা বলার অবস্থায় ছিলেন না তিনি।
রবিবার ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে ২৪০ রান তোলে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুল রান পেলেও বাকিরা ব্যর্থ হন। এর মধ্যে রাহুল অনেক বেশি বল খেলে ফেলেন, তাতে রানের গতি কমে যায়। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ নিয়ে চলে যায়। সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় বিরাটদের। ম্যাচ শেষে বিরাট প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার পুরস্কার নিয়ে হাত নেড়ে সঞ্চালক রবি শাস্ত্রীকে ইশারা করে বলেন যে, তিনি কথা বলবেন না। শাস্ত্রী সেই অনুরোধ মেনে নেন।
১১ ম্যাচে বিরাট ৭৬৫ রান করেছেন। ৩৫ বছরের এই ব্যাটার তিনটি শতরান এবং ছ’টি অর্ধশতরান করেছেন। তাঁর করা ৭৬৫ রান একটি বিশ্বকাপে এক জন ব্যাটারের করা সব থেকে বেশি রান।
ভারতের ব্যাটিং ব্যর্থতার সময় বিরাটকে চোখ মুছতে দেখা গিয়েছিল। ম্যাচ শেষে তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন স্ত্রী অনুষ্কা শর্মা। মন ভেঙে গিয়েছে বিরাটের। গুছিয়ে নিতে কিছু দিন হয়তো সময় লাগবে তাঁর।