ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
তৃতীয় দিনে প্রথম এক ঘণ্টার মধ্যেই আউট হয়ে যান ঋষভ পন্থ। কিন্তু তাঁর আউট হওয়ার ধরন পছন্দ হয়নি সুনীল গাওস্করের। টেস্টের গুরুত্বপূর্ণ সময় যে ভাবে পন্থ উইকেট দিয়ে এলেন, তা নিয়ে খুশি হতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক।
৩৭ বলে ২৮ রান করে আউট হয়ে যান পন্থ। তিনি অফ স্টাম্পের বাইরের বল স্কুপ করে ফাইন লেগের দিক পাঠাতে গিয়েছিলেন। কিন্তু তাঁর ব্যাটের কানায় লেগে বল চলে যায় থার্ড ম্যানে দাঁড়ানো নাথান লায়নের হাতে। যে সময় ভারতীয় দলের ইনিংস গড়ার প্রয়োজন ছিল, সেই সময় ওই ভাবে উইকেট দিয়ে আসা মেনে নিতে পারেননি গাওস্কর। তিনি বলেন, “জঘন্য শট। যে যে জায়গায় ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে, তাতে এই শট খেলা যায় না। পন্থ দু’ভাবে খেলতে জানে, এক, বল পেলেই মারো আর দুই, এই ধরনের শট খেলা। টেস্টে এই ভাবে রান করা যায় না। এই ভাবে খেললে পাঁচ নম্বরে ব্যাট করা যায় না। আরও নীচে নামানো উচিত পন্থকে। তা হলে কখনও কখনও রান করে দেবে পন্থ।”
৪১টি টেস্ট খেলে ফেলেছেন পন্থ। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সফরে একটিও অর্ধশতরান নেই তাঁর ব্যাটে। গাওস্কর বলেন, “পন্থের মারা কিছু চার ব্যাটের কানায় লেগে স্লিপের দিক দিয়ে গিয়েছে। আউটও হতে পারত ও। মাত্র ১৯ শতাংশ ইনিংসে ৫০ রানের গণ্ডি পার করেছে পন্থ। পাঁচ নম্বরে খেলা এক জন ব্যাটারের জন্য এটা কি যথেষ্ট?”