Virat Kohli

সিডনিতে বর্ষবরণের উৎসবে বিরুষ্কা, সঙ্গী ভারতীয় দলের আরও এক ক্রিকেটারও

মেলবোর্ন টেস্ট খেলে ভারতীয় ক্রিকেটারেরা এখন সিডনিতে। সেখানেই সিরিজ়ের শেষ টেস্টটি খেলা হবে। বর্ষবরণের রাতে বিরাট এবং অনুষ্কাকে ‌সেখানেই দেখা গেল উৎসবে মেতে উঠতে। তাঁদের সঙ্গে ছিলেন দেবদত্ত পাড়িক্কলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৩:৫৯
Share:

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে ব্যস্ত বিরাট কোহলি। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও সন্তানদের নিয়ে সেখানে রয়েছেন। মেলবোর্ন টেস্ট খেলে ভারতীয় ক্রিকেটারেরা এখন সিডনিতে। সেখানেই সিরিজ়ের শেষ টেস্টটি খেলা হবে। বর্ষবরণের রাতে বিরাট এবং অনুষ্কাকে ‌সেখানেই দেখা গেল উৎসবে মেতে উঠতে। তাঁদের সঙ্গে ছিলেন দেবদত্ত পাড়িক্কলও।

Advertisement

বিরাট, অনুষ্কা এবং দেবদত্তকে একটি রেস্তরাঁয় ঢুকতে দেখা যায়। বিরুষ্কার পোশাকের রং ছিল কালো। দেবদত্ত কালচে নীল রঙের পোশাক পরেছিলেন। তাঁর সঙ্গে এক মহিলাকেও দেখা গিয়েছে। তিনি নীল রঙের পোশাক পরেছিলেন।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হারের পর থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তাঁদের মধ্যে আবার তুলনা করেছেন সঞ্জয় মঞ্জরেকর। প্রাক্তন ক্রিকেটারের মতে, টেস্টে বিরাটকে বেশি সুযোগ দেওয়া উচিত, রোহিতের চেয়ে। মঞ্জরেকর বলেন, “টেস্ট ব্যাটার হিসাবে রোহিত এবং বিরাটের মধ্যে তুলনা হওয়াই উচিত নয়। বিরাট দুর্দান্ত টেস্ট ব্যাটার। রোহিত ভাল। সাদা বলের ক্রিকেটে আবার রোহিত দুর্দান্ত। তাই বিরাটকে বেশি সুযোগ দেওয়া উচিত। তবে বিরাট নয়, আমি জানতে চাই ভারতের ব্যাটিং কোচ কী করছে।”

Advertisement

বিরাট ১২২টি টেস্ট খেলেছেন। ৯২০৭ রান করেছেন তিনি। শতরান করেছেন ৩০টি। ভারতের অন্যতম সেরা অধিনায়ক বিরাট। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ় জিতেছেন। সেখানে রোহিত ৬৭টি টেস্ট খেলেছেন। করেছেন ৪৩০২ রান। টেস্টে কয়েকটি ম্যাচে ভাল ইনিংস খেললেও সাদা বলের ক্রিকেটে রোহিতের পারফরম্যান্স অনেক ভাল। শেষ কয়েক মাসে ব্যাটার এবং অধিনায়ক হিসাবে রোহিত ব্যর্থ হয়েছেন বার বার। বর্ডার-গাওস্কর ট্রফিতে তিনি এ বারে তিন ম্যাচে মাত্র ৩১ রান করেছেন। অস্ট্রেলিয়া সফরে এত খারাপ অবস্থা এর আগে কোনও অধিনায়কের হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement