BGT 2024-25

সাজঘরে গোলমাল! ‘অনেক হয়েছে’, ক্ষুব্ধ গম্ভীরের ধমক পন্থদের, ক্রিকেটারেরা দুষছেন নেতা রোহিতকে

এক সময় মনে হচ্ছিল মেলবোর্নে ম্যাচটি বাঁচিয়ে ফেলবে ভারত। কিন্তু সেটা সম্ভব হল না। ভারতীয় ব্যাটারেরা হতাশ করলেন। আর সেই হারের পরে সাজঘরেই দেখা গেল ক্ষুব্ধ গৌতম গম্ভীরকে। ক্রিকেটারেরা খুশি নন রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১১:১৪
Share:

গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ টেস্টে হারের পর ভারতীয় দলের অন্দরে গোলমাল। কোচ দুষছেন ক্রিকেটারদের। ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিত শর্মাকে। এমনই খবর প্রকাশ করেছে একটি ইংরেজি দৈনিক।

Advertisement

মেলবোর্নে মাত্র ২০.৪ ওভারের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ তুলে দেয় ভারত। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি বাঁচিয়ে ফেলবে ভারত। কিন্তু সেটা সম্ভব হয়নি। ভারতীয় ব্যাটারেরা হতাশ করেছেন। আর সেই হারের পরে নাকি সাজঘরেই দেখা গিয়েছে ক্ষুব্ধ গৌতম গম্ভীরকে। আবার ক্রিকেটারেরা খুশি নন রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে।

কোচ গম্ভীর কারও নাম নেননি, কিন্তু তিনি ক্রিকেটারদের খেলায় ক্ষুব্ধ। সেই সব ক্রিকেটারের তিনি সমালোচনা করেছেন, যাঁরা দলের কথা না ভেবে নিজেদের ইচ্ছেমতো শট খেলেছেন। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেননি তাঁরা। গম্ভীর কারও নাম না নিলেও মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি না বুঝে শট খেলার জন্য সমালোচিত হয়েছেন ঋষভ পন্থ।

Advertisement

২০২৪ সালের ৯ জুলাই ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গম্ভীর। শোনা যাচ্ছে, গত ছ’মাস ধরে দল যেমনটা চাইছে, তিনি তেমন ভাবেই খেলতে দিতেন। কিন্তু এখন থেকে গম্ভীর ঠিক করে দেবেন, দল কী ভাবে খেলবে। যদি তাঁর এই সিদ্ধান্ত কোনও ক্রিকেটারের মানতে অসুবিধা হয়, তা হলে তাঁকে দল থেকে বাদ পড়তে হবে। এতটাই কড়া বার্তা গম্ভীর দলকে দিয়েছেন বলে জানা গিয়েছে।

বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও এখন খুবই কঠিন কাজ হয়ে গিয়েছে ভারতের জন্য। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ়ের পর থেকেই ভারতীয় দলের ব্যাটিংয়ের হাল খারাপ। গম্ভীর চাইছেন ভারতীয় ব্যাটারেরা দলের পরিকল্পনা মেনে খেলুক।

বিরাট কোহলি বার বার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হচ্ছেন। মেলবোর্নেও তেমন ভাবেই আউট হয়েছেন। পন্থ প্রথম ইনিংসে ল্যাপ শট খেলতে গিয়ে আউট হন। দ্বিতীয় ইনিংসে ম্যাচের পরিস্থিতি বিবেচনা না করেই শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন। রোহিত শর্মাও ফর্মে নেই। তিনি আড়াআড়ি শট খেলতে গিয়ে উইকেট দিচ্ছেন। যশস্বী জয়সওয়াল রান পেলেও মেলবোর্নে অযথা লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেট দেন তিনি।

এই সব কিছু নিয়েই ক্ষোভ রয়েছে গম্ভীরের। সাজঘরের পরিস্থিতিও থমথমে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ক্রিকেটারদের একাংশের ক্ষোভ আবার রোহিতকে নিয়ে। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ছিলেন না। সেই সময় অনেক সিনিয়র ক্রিকেটারই এগিয়ে আসেন ‘সব কিছু ঠিক করে দেওয়ার’ মনোভাব নিয়ে। তাঁদের আসল নজর নেতৃত্বের দিকে ছিল বলে মনে করা হচ্ছে। অন্তত দু’জন ক্রিকেটার অধিনায়ক হওয়ার জন্য উদ্‌গ্রীব বলে জানা গিয়েছে। তাঁরা দেশের হয়ে স্পেশ্যাল কিছু করতে চাইছিলেন চলতি সিরিজ়ে। সেই সঙ্গে এটাও শোনা যাচ্ছে যে, সিডনি টেস্টের পর রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement