BGT 2024-25

আহত বুমরাহ, খেলার মাঝেই নিয়ে যেতে হল হাসপাতালে, সিডনিতে ভারতের নেতৃত্বে কোহলি

মধ্যাহ্নভোজের বিরতির পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হল বুমরাহকে। চোট পেয়েছেন তিনি। ভারতীয় দলের চিকিৎসক এবং ফিজিয়ো তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছেন চোট পরীক্ষার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৮:৫৮
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

ধাক্কা ভারতের। চোট পেলেন জসপ্রীত বুমরাহ। তাঁকে খেলার মাঝেই মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হল স্ক্যান করানোর জন্য। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতির পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় বুমরাহকে।

Advertisement

বুমরাহ কোথায় এবং কী ভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতীয় শিবিরের পক্ষ থেকে কিছু জানা যায়নি। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়ি দিয়ে স্বাভাবিক ভাবেই নামতে দেখা গিয়েছে তাঁকে। নিজেই হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। যদিও মনে করা হচ্ছে, সম্ভবত গুরুতর কোনও সমস্যা হয়েছে তাঁর। না হলে খেলার মাঝখানে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হত না। তাঁকে মাঠ ছাড়তে হওয়ায় নেতৃত্বের দায়িত্ব নিতে হয়েছে কোহলিকে।

মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। সাজঘরে তাঁকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাঁকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর। তাঁর চোট স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে তিনিই ভারতের সফলতম বোলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement