বেঙ্কটেশ আয়ার। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলছেন বেঙ্কটেশ আয়ার। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন তিনি। ওয়ান ডে কাপে বেঙ্কটেশের দল হারাল উরস্টারশায়ারকে। কাউন্টি ক্রিকেটের স্বাদ পেতে ইংল্যান্ডে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। বিভিন্ন পরিবেশে খেলার অভিজ্ঞতা পেতেই সেখানে খেলতে গিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে উরস্টারের বিরুদ্ধে ব্যাট হাতে ২৫ রান করলেন বেঙ্কটেশ। ৪০ ওভারে ২৩৭ রান করে তাঁর দল। সেই রান তাড়া করতে নেমে ৪৮ ওভারে ২২২ রান তুলেছিল উরস্টার। সেই সময় বল করতে আসেন বেঙ্কটেশ। উরস্টারের হাতে ছিল দু’উইকেট। কঠিন সময়ে বল করতে এসে ম্যাচ জেতান ভারতীয় অলরাউন্ডার।
প্রথম দু’বলে আট রান দেন বেঙ্কটেশ। পরের দু’টি বলে আরও চার রান দেন। উরস্টারের জয়ের জন্য ৮ বলে ৪ রান প্রয়োজন ছিল। সেই সময় টম হিনলের উইকেট তুলে নেন তিনি। বেঙ্কটেশের বলে ক্যাচ ধরেন হ্যারি সিংহ। পরের বলে হ্যারি ডারলি এলবিডব্লিউ হয়ে যান। প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যান তিনি। ম্যাচ জিতে যায় ল্যাঙ্কাশায়ার। ৪৯ ওভারে ২৩৪ রানে শেষ উরস্টারের ইনিংস। তিন রানে ম্যাচ জিতে নেয় ল্যাঙ্কাশায়ার।
কাউন্টিতে খেলে অনেক ক্রিকেটারের লাভ হয়েছে। ইংল্যান্ডের পরিবেশে খেলতে শিখিয়েছে। সেখানকার পিচে সুইং এবং বাউন্স থাকে। সেই পরিবেশে খেলা সহজ নয়। বেঙ্কটেশের কাছে এটা একটা বড় সুযোগ। ভারতীয় দলে নিজের জায়গা ফেরত পাওয়ার জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা কাজে লাগতে পারে তাঁর।