Aman Sehrawat

অলিম্পিক্সে পদক জিতে চাকরিতে পদোন্নতি আমনের, ব্রোঞ্জ জয়ী কুস্তিগিরকে নিয়ে গর্বিত রেল

প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছেন তিনি। কুস্তিতে সেটাই ভারতের একমাত্র পদক। আমন শেরাওয়াতের কীর্তিকে সম্মান জানাল রেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে আমনের পদোন্নতির কথা জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ১৪:২১
Share:

পদক নিয়ে আমন। ছবি: পিটিআই।

প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছেন তিনি। কুস্তিতে সেটাই ভারতের একমাত্র পদক। আমন শেরাওয়াতের কীর্তিকে সম্মান জানাল রেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে আমনের পদোন্নতির কথা জানানো হয়েছে। তিনি উত্তর রেলওয়েতে ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ বা ওএসডি পদে উন্নীত হয়েছেন।

Advertisement

উত্তর রেলের জেনারেল ম্যানেজার শোভন চৌধুরি ধন্যবাদ জানিয়েছেন আমনকে। তাঁর চাকরিতে পদোন্নতির কথা ঘোষণা করেছেন মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু উপাধ্যায়। দেশকে গর্বিত করার জন্য রেলের তরফে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে আমনের কাছে।

ধারা বজায় রেখেই দিল্লির ছত্রশল স্টেডিয়াম থেকে উঠে আসা আমন অলিম্পিক্সে পদক জিতেছেন। রেপেশাজের সুবিধা কাজে লাগিয়ে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে দারিয়ান তোই ক্রুজ়‌কে হারান তিনি। অলিম্পিক্সে ভারতের তরুণতম পদকজয়ীও হয়েছেন।

Advertisement

উল্লেখ্য, পদক জয়ের পর রেলেই দু’ধাপ পদোন্নতি হয়েছে শুটার স্বপ্নিল কুসালের। ২০১৫ সাল থেকে মধ্য রেলের কর্মী স্বপ্নিল। এত দিনে তাঁর কোনও পদোন্নতি হয়নি। শুটিং বিশ্বকাপে সোনা জেতার পরও তাঁকে স্বীকৃতি দেননি ভারতীয় রেলের কর্তারা। বৃহস্পতিবার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়ার পরই মধ্য রেল কর্তৃপক্ষ তাঁর দু’ধাপ পদোন্নতির কথা জানিয়েছিলেন। সেই মতো মধ্য রেলের জেনারেল ম্যানেজার অজয় রাজ সরকারি ভাবে স্বপ্নিলের পদোন্নতির বিজ্ঞপ্তি দিয়েছেন।

এর আগে স্বপ্নিনের কোচ দীপালি দেশপাণ্ডে বলেছিলেন, ‘‘রেল কর্তাদের ব্যবহার এবং মানসিকতায় স্বপ্নিল অত্যন্ত হতাশ। ন’বছর ধরে রেলে চাকরি করছে। এত সাফল্যের পরও ওর কোনও পদোন্নতি হয়নি।’’ নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় শুটারের এক সহকর্মী বলেছিলেন, ‘‘কর্তারা এখন চাপের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। স্বপ্নিল পদোন্নতি নিয়ে কথা বলতে গেলে সব সময় খারাপ ব্যবহারই পেয়েছে। কর্তাদের ব্যবহার ওকে মানসিক ভাবে আঘাত করত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement