স্মৃতি মন্ধানা। ছবি: পিটিআই।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে নজির গড়লেন স্মৃতি মন্ধানা। এক দিনের ক্রিকেটে ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম শতরান করলেন তিনি। বুধবার ৭০ বলে শতরান করলেন মন্ধানা। ভারত করল ৪৩৫ রান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে ৩৭০ রান করেছিল ভারত। নিজেদের রেকর্ড ভেঙে দিল তারা। এক দিনের ক্রিকেটে এটাই এক ইনিংসে ভারতের সবচেয়ে বেশি রান।
রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত। সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মন্ধানা। ওপেন করতে নেমে তিনি ৭০ বলে শতরান করেন। এক দিনের ক্রিকেটে ভারতীয় মহিলাদের মধ্যে যা দ্রুততম। ভেঙে গেল হরমনপ্রীত কৌরের নজির। তিনি গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৮৭ বলে শতরান করেছিলেন। সেটাই ছিল ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম। মন্ধানা সেই নজির ভেঙে দিলেন। এক দিনের ক্রিকেটে মহিলাদের মধ্যে দ্রুততম শতরানটি মেগ ল্যানিংয়ের। অস্ট্রেলিয়ার ব্যাটার ৪৫ বলে শতরান করেছিলেন ২০১২ সালে।
ভারতীয় পুরুষদের মধ্যে এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরানটি করেছিলেন কোহলি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে শতরান করেছিলেন তিনি।
আরও একটি নজির গড়লেন স্মৃতি। ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম কোনও ক্রিকেটার এক দিনের ক্রিকেটে ১০টি শতরান করলেন। তৃতীয় ওপেনার হিসাবে এক দিনের ক্রিকেটে ১০টি শতরান করলেন তিনি। মন্ধানা ছাড়া ল্যানিং (১৫) এবং সুজ়ি বেটসের (১৩) এক দিনের ক্রিকেটে দু’অঙ্কের শতরান রয়েছে।
গত বছর এক দিনের ক্রিকেটে ১৩টি ইনিংসে ৭০০ রান করেছিলেন মন্ধানা। এক বছরে তিনি চারটি শতরান করেছিলেন, যা এক দিনের ক্রিকেটে রেকর্ড। মন্ধানার আগে এক বছরে মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের সংখ্যা ছিল তিন। মেগ ল্যানিং (২০১৬), ন্যাট সিভার-ব্রান্ট (২০২৩), সোফি ডিভাইন (২০১৮), সিদরা আমিন (২০২২), অ্যামি স্যাটার্থওয়েট (২০১৬) এবং বেলিন্ডা ক্লার্ক (১৯৯৭) এক বছরে তিনটি করে শতরান করেছিলেন। তাঁদের নজির ভেঙে দেন মন্ধানা।