সরফরাজ় খান। —ফাইল চিত্র।
সরফরাজ় খানের পাঁজরে চোট। অস্ট্রেলিয়া সফরে অনুশীলনে সেই চোট লেগেছিল বলে জানা গিয়েছে। যে কারণে রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে পারবেন না সরফরাজ়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ম্যাচে খেলানো হয়নি তাঁকে। এ বার রঞ্জিতেও খেলতে পারবেন না বলে জানা গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, “সরফরাজ়ের পাঁজরে চোট রয়েছে। রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে পারবে না ও। বোর্ডের সঙ্গে কথা বলেছে সরফরাজ়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা ওর খেয়াল রাখছে, তারা আমাদের জানাবে সরফরাজ় কবে মুম্বই দলে যোগ দিতে পারবে।”
আইপিএলে দল পাননি সরফরাজ়। নিলামে কোনও দল কেনেনি তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচেও খেলানো হয়নি। চোটের কারণে রঞ্জিতে খেলতে না পারলে বেশ কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাঁকে। কারণ ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে সুযোগ পান না তিনি। ঘরোয়া ক্রিকেটে সাদা বলের সিরিজ় আপাতত নেই।
নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর ক্রিকেটারদের কড়া বার্তা দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কড়া অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। তাই ভারতীয় দলের অনেক ক্রিকেটারই রঞ্জি খেলার কথা জানিয়েছেন।
সরফরাজ় খেলতে না পারলেও যশস্বী জয়সওয়াল খেলবেন। তিনি মুম্বই কোচ ওমকার সালভিকে জানিয়েছেন যে, তিনি রঞ্জি খেলতে তৈরি। শুভমন গিলও পঞ্জাবের হয়ে রঞ্জি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লিও প্রাথমিক দলে রেখেছে বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং হর্ষিত রানাকে। রঞ্জি দলের সঙ্গে মুম্বইয়ের ওয়াংখেড়েতে অনুশীলন করেছেন রোহিত শর্মাও। তিনিও রঞ্জি খেলতে পারেন বলে জানা গিয়েছে।