Ranji Trophy 2024-25

গম্ভীরের ধমক খেয়ে রঞ্জি খেলার সম্ভাবনা শুভমনের, কোপ ইংল্যান্ড সিরিজ়ে?

শুভমন যদি রঞ্জি খেলেন, তা হলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দেখা যাবে না তাঁকে। ২২ জানুয়ারি থেকে শুরু সেই সিরিজ়। পরের দিনই শুরু হবে রঞ্জি ট্রফির ম্যাচ। ফলে যে কোনও একটি দলেই থাকবেন শুভমন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:৪৬
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

রঞ্জি ট্রফিতে পঞ্জাবের পরবর্তী ম্যাচ কর্নাটকের বিরুদ্ধে। ২৩ জানুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ। পঞ্জাবের হয়ে রঞ্জিতে খেলতে দেখা যেতে পারে শুভমনকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে হয়তো খেলতে দেখা যাবে না তাঁকে।

Advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, পঞ্জাবতনয় শুভমন ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাননি তিনি। প্রথম টেস্টে খেলতে পারেননি আঙুলে চোটের কারণে। পরের দু’টি টেস্টে ৩১, ২৮ এবং ১ রানের ইনিংস খেলেন। চতুর্থ টেস্টে বসিয়ে দেওয়া হয় শুভমনকে। সিডনিতে দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান করেন। গোটা সিরিজ়ে তাঁর ব্যাটে রান না থাকা এবং ভুল শট নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। সেই শুভমন এ বার ঘরোয়া ক্রিকেট খেলবেন বলে শোনা যাচ্ছে। ৬০টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪৮১ রান করেছেন তিনি।

শুভমন যদি রঞ্জি খেলেন, তা হলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দেখা যাবে না তাঁকে। ২২ জানুয়ারি থেকে শুরু সেই সিরিজ়। পরের দিনই শুরু হবে রঞ্জি ট্রফির ম্যাচ। ফলে যে কোনও একটি দলেই থাকবেন শুভমন।

Advertisement

রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন বলে শোনা গিয়েছে। দলের সঙ্গে অনুশীলনও করার কথা ভারত অধিনায়কের। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা যদিও এখনও নিশ্চিত নন, রোহিতের রঞ্জি খেলার ব্যাপারে। সেই কর্তা বলেন, “মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করতে আসবে রোহিত। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জিতে ও খেলতে কি না তা এখনও নিশ্চিত নয়। আগামী দিনে সেটা রোহিত নিজেই জানিয়ে দেবে আমাদের।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে সিরিজ় হারের পর কোচ গৌতম গম্ভীর দলের সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন। গম্ভীর বলেছিলেন, “আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তা হলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement