ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না গেলেও রোহিতকে পাকিস্তানে যেতে হবে কয়েক ঘণ্টার জন্য, রাজি হবে বোর্ড?

নিরাপত্তার কারণে পাকিস্তানে ক্রিকেটারদের পাঠাতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে প্রতিযোগিতা শুরুর আগে রোহিত শর্মাকে পাকিস্তানে যেতে হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১২:১৬
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

২৯ বছর পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজ ন করছে পাকিস্তান। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সে দেশে গিয়ে খেলবে না ভারত। নিরাপত্তার কারণে পাকিস্তানে ক্রিকেটারদের পাঠাতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে প্রতিযোগিতা শুরুর আগে রোহিত শর্মাকে পাকিস্তানে যেতে হতে পারে।

Advertisement

যে কোনও প্রতিযোগিতা শুরুর আগে প্রতিযোগী দেশগুলির অধিনায়কেরা ট্রফির সঙ্গে ছবি তোলেন। সেই সঙ্গে সাংবাদিক বৈঠকও হয়। যে দেশে প্রতিযোগিতা হয়, সেখানেই ছবি তোলা এবং সাংবাদিক বৈঠক হয়ে থাকে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আট অধিনায়ক এবং ট্রফির ছবি তোলার অনুষ্ঠান পাকিস্তানেই হওয়ার কথা। কিন্তু সেই অনুষ্ঠানে ভারত অধিনায়ককে দেখা যাবে তো? নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে পাকিস্তানে দল পাঠাচ্ছে না ভারত। অধিনায়ককে পাঠাবে তো?

রোহিত তাঁর ক্রিকেট কেরিয়ারে কখনও পাকিস্তানে যাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এখনও জানানো হয়নি, ছবি তোলার অনুষ্ঠানটি কোথায় হবে।

Advertisement

আগামী দিনে পাকিস্তান এবং ভারত যে যে প্রতিযোগিতার আয়োজক, সেই সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে হবে। অর্থাৎ, ভারত যেমন পাকিস্তানে খেলতে যাবে না, তেমনই পাকিস্তানও ভারতে খেলতে আসবে না। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও রয়েছে মেয়েদের এক দিনের বিশ্বকাপ। যে প্রতিযোগিতার আয়োজক ভারত। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। ২০২৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক পাকিস্তান। এই সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement