চেতেশ্বর পুজারা। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছেন চেতেশ্বর পুজারা। জাতীয় দলে আর সুযোগ পান না তিনি। আইপিএলেও কোনও দল কেনে না তাঁকে। ব্যাট হাতে অবশ্য ফর্মে রয়েছেন পুজারা। অন্য দেশে খেলতে গিয়ে আবার শতরান করলেন তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ২-এ সাসেক্সের হয়ে এই মরসুমে প্রথম শতরান করেছেন পুজারা। তাঁর শতরানে ভর করে ডার্বিশায়ারের বিরুদ্ধে লিড পেয়েছে সাসেক্স। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৭ বলে ১০৪ রান করেছেন পুজারা। ১০টি চার মেরেছেন তিনি। চলতি কাউন্টি মরসুমে সাসেক্সের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে এই কীর্তি করেছেন তিনি।
আগের দু’টি ম্যাচেও রান করেছেন পুজারা। গ্লসেস্টারশায়ারের বিরুদ্ধে দুই ইনিংসে ৮৬ ও অপরাজিত ৪৪ রান করেন তিনি। লেস্টারশায়ারের বিরুদ্ধে একটি ইনিংসই খেলার সুযোগ পেয়েছিলেন পুজারা। ৩৮ রান করেছিলেন তিনি।
এ বারের আইপিএলের আগে নিলামে নাম ছিল পুজারার। কিন্তু কোনও দল তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। ভারতীয় দলেও শুধু একটি ফরম্যাটেই পুজারা খেলতেন। টেস্টে তিন নম্বরে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন তিনি। কিন্তু গত দু’বছরে টেস্টে রান না পাওয়ায় বাদ পড়েন পুজারা। আর জায়গা হয়নি তাঁর। কিন্তু এখনও যে তাঁর ব্যাটে মরচে ধরেনি তা কাউন্টি খেলতে গিয়ে বুঝিয়ে দিচ্ছেন এই ডান হাতি ব্যাটার।