Gautam Gambhir

ভারতীয় দলে এ বার কেকেআর বিতর্ক! গম্ভীরের দুই ‘নাইট’ সহকারীকে নিয়ে খুশি নয় বোর্ড

ভারতের প্রাক্তন অলরাউন্ডার অভিষেক এবং নেদারল্যান্ডসের দুশখতে ভারতীয় দলে যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা সফরে। কেকেআরে গম্ভীর যখন মেন্টর ছিলেন, সেই সময় এই দু’জন দলের সহকারী কোচ ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৫৮
Share:

সহকারী অভিষেক নায়ারের সঙ্গে কোচ গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

ভারতীয় দলের দুই সহকারী কোচ রায়ান টেন দুশখতে এবং অভিষেক নায়ার। এক সময় তাঁরা যুক্ত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। এই দু’জনকে নিয়ে খুশি হতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

ভারতের প্রাক্তন অলরাউন্ডার অভিষেক এবং নেদারল্যান্ডসের দুশখতে ভারতীয় দলে যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা সফরে। কেকেআরে গম্ভীর যখন মেন্টর ছিলেন, সেই সময় এই দু’জন দলের সহকারী কোচ ছিলেন। ২০২৪ সালে কেকেআর আইপিএল জেতে। কলকাতাকে চ্যাম্পিয়ন করার পরেই গম্ভীর ভারতীয় দলে যোগ দেন। সেই সঙ্গে নিয়ে যান অভিষেক এবং দুশখতেকে। দলের খারাপ পারফরম্যান্সের পর কেকেআরের দুই প্রাক্তনী এবং এখনকার জাতীয় দলের দুই সহকারী কোচ বোর্ডের নজরে।

আগামী দিনে বোর্ড বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারে। আগামী দিনে বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের লোকজনকে পুরো সফরে রাখতে না-ও দেওয়া হতে পারে। ৪৫ দিনের সফরে হয়তো ১৪ দিনের জন্য থাকতে দেওয়া হল। কম দিনের সফর হলে পরিবারের লোকজনের থাকার দিন আরও কমবে। ক্রিকেটারদের দলের বাসে করে যাওয়া-আসা বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কোহলিকে দেখা গিয়েছে নিজের মতো যাতায়াত করতে। সেটাও বন্ধ করতে চাইছে বোর্ড। দল একসঙ্গে বাসে করে হোটেল থেকে মাঠে যাবে, আবার মাঠ থেকে হোটেলে ফিরবে।

Advertisement

ভারতীয় বোর্ড ইতিমধ্যেই দলে ব্যাটিং কোচ চাইছে। সীতাংশু কোটাক সেই দায়িত্ব নিতে পারেন। ২০২০ সালে সৌরাষ্ট্রকে রঞ্জি জিতিয়েছিলেন তিনি। দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার পর তাঁকে ভারত ‘এ’ দলের কোচ করা হয়। পাশাপাশি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভিভিএস লক্ষ্মণের সহকারী কোচও তিনি। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত সীতাংশুকে গম্ভীরের সহকারী করতে চায় বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement