Mahua Moitra

অনলাইনে অর্ডার করে নষ্ট আইসক্রিম পেলেন মহুয়া মৈত্র! অবিলম্বে টাকা ফেরতের দাবি

অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন মহুয়া মৈত্র। কিন্তু খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। যে আইসক্রিম পেয়েছেন, তা নষ্ট এবং খাওয়ার অযোগ্য বলে অভিযোগ তৃণমূল সাংসদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:০৩
Share:

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অনলাইনে অর্ডার করে নষ্ট আইসক্রিম পেয়েছেন। —ফাইল চিত্র।

অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু তিনি নষ্ট আইসক্রিম পেয়েছেন বলে অভিযোগ। অবিলম্বে ওই অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থার কাছ থেকে টাকা ফেরত চেয়েছেন তিনি। তা সম্ভব না-হলে ভাল আইসক্রিম যাতে তাঁকে পাঠানো হয়, সেই দাবি জানিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন মহুয়া। সেখানে জনপ্রিয় একটি অ্যাপ নির্ভর খাদ্য সরবরাহকারী সংস্থাকে উল্লেখ করে নিজের খারাপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কৃষ্ণনগরের সাংসদের বক্তব্য, তিনি অনলাইনে অ্যাপের মাধ্যমে ‘মাইনাস থার্টি মিনি স্টিকস আইসক্রিম’ অর্ডার করেছিলেন। আইসক্রিমটি যথেষ্ট দামি। কিন্তু অভিযোগ, তাঁর কাছে যে আইসক্রিম এসেছে, তা নষ্ট এবং খাওয়ার অযোগ্য। এই ধরনের পরিষেবা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। মহুয়া লিখেছেন, ‘‘অবিলম্বে আপনারা আইসক্রিম বদলে দিন, অথবা টাকা ফেরত দিন।’’

মহুয়ার পোস্টের জবাব দিয়েছে ওই সংস্থা। তারা এই ধরনের পরিষেবার জন্য দুঃখপ্রকাশ করেছে। তৃণমূল সাংসদকে উল্লেখ করে তারা লিখেছে, ‘‘আপনি আপনার অর্ডার নিয়ে সমস্যায় পড়েছেন জেনে আমরা দুঃখিত। দয়া করে অর্ডার নম্বরটি আমাদের জানান। আমরা বিষয়টি দেখছি।’’ এর পর মহুয়া তাঁর অর্ডারের নম্বর ওই সংস্থাকে জানিয়েছেন।

Advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতে কৃষ্ণনগরের সাংসদ নির্বাচিত হয়েছিলেন মহুয়া। সংসদে তিনি বরাবর সক্রিয়। একাধিক বিতর্কেও অংশ নিয়েছেন। গত বছর টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে আবার একই কেন্দ্র থেকে জিতে সংসদে ফিরেছেন মহুয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement