Gabba

গাব্বায় আগুন, পুড়ে গেল ডিজে বুথ, থামিয়ে দেওয়া হল বিগ ব্যাশ লিগের ম্যাচ

বৃহস্পতিবার বিগ ব্যাশ লিগের ম্যাচের মাঝেই হঠাৎ মাঠে আগুন লেগে যায় গাব্বায়। পুড়ে যায় ডিজে বুথ। যে কারণে ব্রিসবেন হিট এবং হোবার্ট হ্যারিকেনের ম্যাচ বন্ধ রাখতে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬
Share:

গাব্বার স্টেডিয়ামে আগুন। ছবি: এক্স।

বিগ ব্যাশ লিগের ম্যাচ চলছিল ব্রিসবেনের গাব্বায়। বৃহস্পতিবার সেই ম্যাচের মাঝেই হঠাৎ মাঠে আগুন লেগে যায়। পুড়ে যায় ডিজে বুথ। যে কারণে ব্রিসবেন হিট এবং হোবার্ট হ্যারিকেনের ম্যাচ বন্ধ রাখতে হয়।

Advertisement

ঘটনাটি স্কোরবোর্ডের কাছে। গাব্বার মাঠকর্মীরা কিছুতেই আগুন নেভাতে পারছিলেন না। তবে কেউ আহত হননি বলে জানা গিয়েছে। যে দর্শকেরা স্কোরবোর্ডের কাছে বসেছিলেন, তাঁদের সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়। অন্য জায়গায় বসতে দেওয়া হয় তাঁদের। যে সময় আগুন লাগে, সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনি সকলের নজর টানেন আগুনের দিকে। ধারাভাষ্যকারদের মধ্যে আগুন নিয়ে কথা শুরু হয়ে যায়। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ম্যাচে ব্রিসবেন হিট প্রথমে ব্যাট করে। তারা ২০১ রান তোলে। হোবার্ট হ্যারিকেন্স ব্যাট করার সময় আগুন লাগার ঘটনাটি ঘটে। চার ওভারে ৪৭ রান তুলেছিল তারা। পরে খেলা শুরু হলে হ্যারিকেন ৫ উইকেটে জয়ের রান তুলে নেয়।

Advertisement

উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নাথান ম্যাকসুইনির মতো ক্রিকেটার, যাঁরা ভারতের বিরুদ্ধে টেস্ট খেলছিলেন, তাঁরা ব্রিসবেনের হয়ে খেলছিলেন। হোবার্টের দলে ছিলেন টিম ডেভিড, ম্যাথু ওয়েড, নাথান এলিসের মতো ক্রিকেটারেরা। লাবুশেন ৪৪ বলে ৭৭ রান করেন। ৯ বলে ২৩ রান করেন খোয়াজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement