Rahul Dravid and Virender Sehwag

প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ জুনিয়র দ্রাবিড়, জয়ের গন্ধ পাচ্ছে সহবাগ-পুত্র

বিজয় মার্চেন্ট ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ব্যাট চলল না রাহুল দ্রাবিড়ের পুত্রের। দ্বিতীয় ইনিংসেও রান পেল না সে। এখন থেকেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে বীরেন্দ্র সহবাগের পুত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৩
Share:

(বাঁ দিকে) রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগ (ডান দিকে)। —ফাইল চিত্র

বিজয় মার্চেন্ট ট্রফিতে মুখোমুখি দিল্লি ও কর্নাটক। দিল্লির অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলে বীরেন্দ্র সহবাগের পুত্র আর্যবীর সহবাগ। অন্য দিকে কর্নাটকের ছোটদের দলের অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড়। দুই দলের লড়াইয়ে সবার নজর ছিল দুই ক্রিকেটার-পুত্রের দিকে। সেখানে বাজিমাতের পথে সহবাগ-পুত্র আর্যবীর।

Advertisement

প্রথম ইনিংসের শেষে দিল্লির থেকে ১৬০ রানে পিছিয়ে ছিল কর্নাটক। দ্বিতীয় ইনিংসে বড় রানের প্রয়োজন ছিল তাদের। প্রয়োজন ছিল অন্বয়ের ব্যাটে রান। কিন্তু তা হয়নি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩২টি বল খেলে অন্বয়। করে মাত্র ১১ রান। দু’টি চার আসে কর্নাটকের অধিনায়কের ব্যাট থেকে। আয়ুষ লাকরার বলে আউট হয় অন্বয়। প্রথম ইনিংসেও আয়ুষই তাকে আউট করেছিল।

কর্নাটকের ইনিংসকে টানছে ওপেনার অমোঘ শেট্টি। ৬৫ রানে অপরাজিত সে। দিনের শেষে কর্নাটকের রান ৪ উইকেটে ১০৩। দিল্লির থেকে ৫৭ রানে পিছিয়ে তারা। হাতে রয়েছে ৬ উইকেট। যা পরিস্থিতি, তাতে এখন থেকেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে দিল্লি।

Advertisement

প্রথম ইনিংসে খাতা খুলতে পারেনি অন্বয়। আয়ুষের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যায় সে। অন্বয় বড় রান না পাওয়ায় কর্নাটকের ইনিংসও বড় হয়নি। মাত্র ১৪৪ রানে শেষ হয়ে যায়। অন্য দিকে দিল্লি তাদের প্রথম ইনিংসে ৩০৪ রান করে। ওপেন করতে নেমে ১০৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে আর্যবীর। ৮টি চার ও ১টি ছক্কা মারে সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement