লাল কার্ড দেখে বেরোচ্ছেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার নন্দকুমার ও মহেশ (ইনসেটে)। রেফারি দেখাচ্ছেন লাল কার্ড। ছবি: সমাজমাধ্যম।
আইএসএলের মিনি ডার্বিতে নাটকীয় সিদ্ধান্ত। খেলার ২৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার নন্দকুমার ও মহেশ নাওরেম সিংহ। ফলে ৯ জনে খেলছে লাল-হলুদ।
ইস্টবেঙ্গল ও মহমেডানের মধ্যে শুরু থেকে আক্রমণ প্রতি-আক্রমণের খেলা চলছিল। দু’দলই বল দখলের জন্য লড়ছিল। ২৭ মিনিটের মাথায় বল দখলের লড়াই হয় ইস্টবেঙ্গলের নন্দকুমার ও মহমেডানের অমরজিতের মধ্যে। সেই সময় নন্দকুমার নিজের ডান হাত চালান। তাঁর হাত গিয়ে লাগে অমরজিতের মুখে। তিনি মাটিতে পড়ে যান। প্রথমে রেফারি হরিশ কুন্ডু অমরজিতকে হলুদ কার্ড দেখান। মহমেডানের ফুটবলারেরা অভিযোগ করতে থাকেন যে নন্দকুমার অমরজিতকে মেরেছেন। পরে সহকারী রেফারির সঙ্গে কথা বলে ২৯ মিনিটের মাথায় নন্দকুমারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রিপ্লে-তে স্পষ্ট যে ইচ্ছাকৃত ভাবেই হাত চালিয়েছিলেন নন্দ। তাই রেফারির এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত।
এই সিদ্ধান্তের পরেই আবার নাটক। রেফারির এই লাল কার্ডের সিদ্ধান্ত মানতে পারেননি মহেশ। তিনি রাগে বলে লাথি মারেন। এখন ফুটবলে কড়া নিয়ম রয়েছে যে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ বলে লাথি মারলে বা রেফারির সঙ্গে তর্ক করলে তাঁকে কার্ড দেখানো হয়। তাই মহেশকে হলুদ কার্ড দেখান তিনি। আগেই আরও একটি হলুদ কার্ড দেখেছিলেন মহেশ। ফলে তাঁকেও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ২৯ মিনিটেই দুই ফুটবলার মাঠ ছাড়েন। আইএসএলের ইতিহাসে এই প্রথম বার প্রথমার্ধে একই দলের দুই ফুটবলার লাল কার্ড দেখলেন। রেফারির এই সিদ্ধান্তের ফলে ম্যাচে অন্তত এক ঘণ্টা ৯ জনে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। আইএসএলে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচের সব ক’টিই হেরেছে লাল-হলুদ। ফলে মহমেডানের বিরুদ্ধে লড়াই কঠিন হল তাদের।