সূর্যকুমার যাদব। ছবি: রয়টার্স।
সূর্যকুমার যাদবের ৫৫ বলে করা শতরানের দাপটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১ রান তুলল ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে চতুর্থ শতরান সূর্যের। ছুঁয়ে ফেললেন রোহিত শর্মাকে। বৃহস্পতিবার রান করেছেন যশস্বী জয়সওয়ালও।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। কিন্তু ৬ বলে ১২ রান করে আউট হয়ে যান শুভমন গিল। তিন নম্বরে নেমে তিলক বর্মা প্রথম বলেই আউট হয়ে যান। ২৯ রান ২ উইকেট হারানো ভারতের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক সূর্য এবং যশস্বী জয়সওয়াল। তাঁরা মিলে ১১২ রানের জুটি গড়েন। যশস্বী ৬০ রান করে আউট হয়ে গেলেও সূর্য শতরান করেন।
রিঙ্কু সিংহ শেষবেলায় নেমে ১০ বলে ১৪ রান করেন। জীতেশ শর্মা হিট উইকেট হয়ে যান ৪ রান করে। রবীন্দ্র জাডেজা ২ বলে ৪ রান করে রান আউট হয়ে যান। ২০ ওভারে ভারত তোলে ২০১ রান।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে হয়নি। দ্বিতীয় ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ়ের তাই বৃহস্পতিবার ভারতের মান বাঁচানোর লড়াই। সেই ম্যাচে ২০১ রান তুলে বোলারদের লড়াই করার মতো শক্তি দিয়েছেন সূর্যকুমারেরা।