দলের পারফরম্যান্সে খুশি সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ় শুরু করেছে ভারত। ইডেনে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ৪৩ বল বাকি থাকতে এসেছে জয়। বলের নিরিখে এটি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়। ব্যাটে-বলে প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি ভারত। ম্যাচ জিতে অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, খেলার শুরুতেই জিতে গিয়েছিলেন তাঁরা।
এই ম্যাচে টস থেকে শুরু করে প্রতিটি বিভাগে সফল ভারত। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সূর্য। শিশিরভেজা মাঠে পরে ব্যাট করা সুবিধাজনক। সেটাই হয়েছে। পাশাপাশি ভারতের বোলারেরা শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দেয়। সেখান থেকে ফিরতে পারেননি জস বাটলারেরা। সেই কথাই শোনা গিয়েছে সূর্যের মুখে। তিনি বলেন, “খেলার শুরুতেই জিতে গিয়েছিলাম। সকলে যে এনার্জি নিয়ে খেলা শুরু করল সেটাই ভাগ্য স্থির করে দিল। শুরুতে বোলারেরা ইংল্যান্ডকে ধাক্কা দিল। নিয়মিত ব্যবধানে উইকেট নিলাম। পরে ব্যাটারেরা নিজেদের কাজ করল। সব মিলিয়ে দুর্দান্ত জয়।”
ইডেনে দল নির্বাচনে চমক দিয়েছে ভারত। সকলে ভেবেছিলেন আরশদীপ সিংহের সঙ্গে পেসার হিসাবে খেলবেন মহম্মদ শামি। কিন্তু শামিকে বাদ দেওয়া হয়েছে। বদলে বাড়তি স্পিনার হিসাবে রবি বিশ্নোই খেলেছেন। নিজেদের শক্তির উপর তাঁরা ভরসা রেখেছিলেন বলে জানিয়েছেন সূর্য। ভারত অধিনায়ক বলেন, “আমরা নিজেদের শক্তি অনুযায়ী দল বেছেছি। দক্ষিণ আফ্রিকাতেও সেটা করেছিলাম। হার্দিক বলল ও নতুন বলে বল করবে। তাই এক জন অতিরিক্ত স্পিনার খেলাতে পারলাম।”
দুই বোলার আরশদীপ ও বরুণ চক্রবর্তীর প্রশংসা আলাদা ভাবে করেছেন অধিনায়ক। সূর্যের মতে, এই দুই বোলার ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছেন। তিনি বলেন, “আরশদীপ দিন দিন আরও পরিণত হচ্ছে। ও জানে, নতুন ও পুরনো বলে ওকেই বল করতে হবে। সে ভাবে নিজেকে তৈরি করেছে। আর বরুণ খুব বেশি পরীক্ষা করতে যায় না। বিষয়টা খুব সহজ রাখে। সেটাই ওকে সাফল্য এনে দিয়েছে।”
১৩৩ রান তাড়া করতে নেমে ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তার কৃতিত্ব কোচ গৌতম গম্ভীরকে দিয়েছেন সূর্য। তিনি বলেন, “গৌতি ভাই আমাদের সকলকে স্বাধীনতা দিয়েছে। মাঠে নেমে সকলে খেলা উপভোগ করে। তাই তারা নিজেদের সেরাটা দিতে পারে। অভিষেকের ব্যাটিং উপভোগ করেছি।” ইডেনে দুর্দান্ত ফিল্ডিং করেছে ভারত। বাউন্ডারি বাঁচানো, ভাল ক্যাচ, রান আউট সব দেখা গিয়েছে। তার কৃতিত্ব দলের ফিল্ডিং কোচ টি দিলীপকে দিয়েছেন সূর্য।