Arshdeep Singh

ইডেনে নজির আরশদীপের, টি২০-তে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ২৫ বছরের পেসার

ইডেন গার্ডেন্সে নজির গড়েছেন আরশদীপ সিংহ। ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন তিনি। ছাপিয়ে গেলেন যুজবেন্দ্র চহলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:৩২
Share:

আরশদীপকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের। বুধবার ইডেন গার্ডেন্সে। ছবি: পিটিআই।

মাত্র ২৫ বছর বয়সেই নজির গড়েছেন আরশদীপ সিংহ। ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরদ্ধে ২ উইকেট নিয়েছেন তিনি। ফলে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন তিনি। ছাপিয়ে গেলেন যুজবেন্দ্র চহলকে।

Advertisement

এত দিন টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন চহল। ৮০টি ম্যাচে ৯৬টি উইকেট রয়েছে তাঁর। তবে দীর্ঘ দিন জাতীয় দলে ব্রাত্য তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েছেন আরশদীপ। টি-টোয়েন্টিতে ৬১টি ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ৯৭।

ইডেনে আরশদীপ ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটের উইকেট নিয়েছেন। নতুন বলে পর পর দু’ওভারে উইকেট নিয়েছেন তিনি। তাঁর দাপটেই শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। ৪ ওভার বল করে ১৭ রান দিয়েছেন আরশদীপ। সবে ২৫ বছর বয়স আরশদীপের। এখনও বেশ কয়েক বছর খেলবেন তিনি। অর্থাৎ, টি-টোয়েন্টিতে বিশ্বে সর্বাধিক উইকেটের নজির গড়ারও সুযোগ রয়েছে তাঁর।

Advertisement

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় তিন নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৮৭ ম্যাচে ৯০টি উইকেট নিয়েছেন তিনি। চার নম্বরে থাকা জসপ্রীত বুমরাহ ৭০ ম্যাচে ৮৯টি উইকেট নিয়েছেন। পাঁচ নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ড্য। ১০৯ ম্যাচে ৮৯টি উইকেট নিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement