রোহিত শর্মা। ছবি: আইসিসি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে জয়ের পর হেলায় উড়িয়ে দেওয়া আফগানিস্তানকে। বিশ্বকাপটা তো এই ভাবেই শুরু করতে চেয়েছিলেন রোহিত শর্মা। ঘরের মাঠে শেষ বার যখন বিশ্বকাপ হয়েছিল, সে বার সুযোগ পাননি তিনি। এ বার অধিনায়ক হিসাবে খেলছেন রোহিত। পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে কোনও চাপ নিতে রাজি নন রোহিত।
গ্রাফিক: সৌভিক দেবনাথ।
আফগানিস্তানের বিরুদ্ধে ১৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে জিতল ভারত। ম্যাচের পরেই তাঁর সামনে প্রশ্ন এল পাকিস্তান ম্যাচ নিয়ে। রোহিত বললেন, “আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচেও সেটাই নেব। আলাদা করে দেখার কিছু নেই। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবতে রাজি নই আমরা। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক করব। বিশ্বকাপের বাকি ম্যাচের মতোই দেখব পাকিস্তান ম্যাচকে।”
গ্রাফিক: সৌভিক দেবনাথ।
ভারত-পাকিস্তান লড়াইয়ের দিকে তাকিয়ে থাকে ক্রিকেটবিশ্ব। দুই দলই নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতে নিয়েছে। তাই লড়াই যে সমানে সমানে হবে, সে বিষয়ে সন্দেহ নেই সমর্থকদের। তবে ভারতে খেলতে আসার আগে পাক ক্রিকেটারদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা হয়। এখন পাক সমর্থকদের খেলা দেখতে আসা নিয়ে সমস্যা চলছে। এই সব বিষয়ে রোহিত মাথা গলাতে নারাজ। তাঁর চোখ শুধু ম্যাচের দিকেই।
আফগানিস্তান ম্যাচে শতরান করেন রোহিত। ম্যাচ জিতে তিনি বলেন, “এই জয় বেশ আনন্দের। সব থেকে ভাল হচ্ছে জয়ের ধারা বজায় রাখা। বিশ্বকাপের ম্যাচে চাপ থাকবে। সেই চাপ আমরা সামলাতে পারছি। বিভিন্ন ধরনের ক্রিকেটার রয়েছে আমাদের। তাই দলের সকলে খুব স্বচ্ছন্দ ভাবে খেলতে পারছে।”