ওয়াংখেড়েতে মুম্বই দলের সঙ্গে অনুশীলনে ব্যাট করছেন রোহিত শর্মা। রয়েছেন অজিঙ্ক রাহানেও। ছবি: পিটিআই।
অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা। মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। মঙ্গলবার তাঁকে দেখা গেল ওয়াংখেড়েতে অজিঙ্ক রাহানেদের সঙ্গে অনুশীলন করতে। রঞ্জিতে মুম্বইয়ের পরবর্তী ম্যাচ জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে দেখা যাবে রোহিতকে?
অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছিলেন। সেই কথা মেনে রোহিত কি নামবেন রঞ্জি খেলতে? ২০১৫ সালের পর মুম্বইয়ের হয়ে আর খেলেননি তিনি। শেষ ম্যাচ খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে। মঙ্গলবার ওমকার সালভির তত্ত্বাবধানে অনুশীলন করলেন রোহিত। সপ্তাহের শেষে রঞ্জির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবে মুম্বই। সেখানে রোহিতকে রাখা হয় কি না সেই দিকে নজর থাকবে সকলের।
টেস্ট ক্রিকেটে রোহিতের জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেননি। পরের তিনটি ম্যাচ মিলিয়ে ৩১ রানের বেশি করতে পারেননি। শেষ ম্যাচে আবার বসে যান তিনি। অধিনায়ক হয়েও জায়গা ছেড়ে দেন দলের স্বার্থে। তার পরেই রোহিত টেস্ট থেকে অবসর নেবেন বলে শোনা যায়। যদিও তিনি নিজে জানিয়ে দেন যে, অবসর নিচ্ছেন না।
রবিবার ভারতীয় বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রোহিত। সেখানে ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের কারণ জানতে চান বোর্ডের কর্তারা। তার পরেই মঙ্গলবার রোহিত মুম্বই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন। আগামী দিনে সেই দলের হয়ে রঞ্জি খেলবেন কি?