Income Tax Department

মালিককে না পেলেও বাজেয়াপ্ত

২০২৩-এর এক মামলায় আয়কর দফতরের লখনউয়ের বেনামি প্রতিরোধ ইউনিট কাকোরিতে পাঁচটি জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৭:১৯
Share:

মালিকের খোঁজ না মিললেও নতুন বেনামি আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে আয়কর দফতর। —প্রতীকী চিত্র।

আসল মালিকের খোঁজ না মিললেও নতুন বেনামি আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে আয়কর দফতর। সম্প্রতি এই রায় দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানিয়েছেন, বেনামি সম্পত্তি প্রতিরোধ আইনেই এই সংস্থান রয়েছে। তাই শুধু খোঁজ নেই বলে কিংবা সংশ্লিষ্ট নাম কাল্পনিক মনে হওয়ায় সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে না, সেটা ঠিক নয়।

Advertisement

২০২৩-এর এক মামলায় আয়কর দফতরের লখনউয়ের বেনামি প্রতিরোধ ইউনিট কাকোরিতে পাঁচটি জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল। সেগুলিকে বেনামি সম্পত্তি চিহ্নিত করে তারা। জমির আসল মালিককে খুঁজে বার করতে সেই নির্দেশ পাঠানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সাধারণত এমন মামলায় বেনামি সম্পত্তির মালিকের নাম প্রকাশ করা হয়। কিন্তু এ ক্ষেত্রে এক আবাসন সংস্থা এক্সেলা-র ‘অফিস বয়’ রবি কুমারের নাম ছিল। অপর এক ব্যক্তি হরেশ কুমার মিশ্রের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে মামলা করেন অভিযুক্তেরা। তাঁদের দাবি, নির্দিষ্ট করে জমির মালিকের নাম বলা হয়নি। ফলে তা বাজেয়াপ্তের নির্দেশ ঠিক নয়। সেই মামলাতেই এই রায়।

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement