শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র
চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন। এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শ্রেয়স আয়ার। চার নম্বরে তাঁকেই ব্যাট করতে দেখা যাবে। এত তাড়াতাড়ি সুস্থ হয়ে এশিয়া কাপে যে খেলতে পারবেন তা ভাবেননি শ্রেয়স। তিনি এতটাই চিন্তায় ছিলেন যে ম্যাচের আগের রাতে ঘুমাতেই পারেননি।
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে শ্রেয়স বলেন, ‘‘আমি ভাবতেই পারিনি এশিয়া কাপে খেলতে পারব। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলাম। এশিয়া কাপের দল নির্বাচনের এক সপ্তাহ আগেই ফিটনেস টেস্ট পাশ করি। দলে নিজের নাম দেখে খুব খুশি হয়েছিলাম।’’
দলে সুযোগ পেলেও মাঠে নামার আগে চিন্তায় ছিলেন শ্রেয়স। দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তাই হয়তো চিন্তা বেশি ছিল। শ্রেয়স বলেন, ‘‘শুক্রবার রাতে চিন্তায় ঘুমাতে পারিনি। পাকিস্তান এখন বিশ্বের এক নম্বর দল। তাদের বিরুদ্ধে খেলা সহজ নয়। তাই একটু বেশি চিন্তা হচ্ছিল।’’
ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছেন বলে জানিয়েছেন শ্রেয়স। দীর্ঘ দিন পরে মাঠে ফিরে সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চাইছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। শ্রেয়স বলেন, ‘‘রাহুল স্যর ও রোহিত ভাই আমার সঙ্গে অনেক কথা বলেছে। আমার কাছে দল কী চায়, আমাকে কী ভাবে খেলতে হবে সেই পরামর্শ দিয়েছে ওরা। আশা করছি পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে পারব।’’